লাল-পাখনা মহাশোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লাল-পাখনা মহাশোল
Tor mahseer
1897 illustration of a tor mahseer caught from the Bhavani River
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Actinopterygii
বর্গ: Cypriniformes
পরিবার: Cyprinidae
গণ: Tor
প্রজাতি: T. tor
দ্বিপদী নাম
Tor tor
(Hamilton, 1822)
প্রতিশব্দ[২]
  • Barbus megalepis
    McClelland, 1839
  • Barbus tor
    (Hamilton, 1822)
  • Cyprinus tor
    Hamilton, 1822
  • Puntius tor
    (Hamilton, 1822)
  • Tor hamiltoni
    Gray, 1834
  • Tor mosal mahanadicus
    David, 1953

মহাশোল[৩] বা লাল-পাখনা মহাশোল (ইংরেজি: tor mahseer বা tor barb) (বৈজ্ঞানিক নাম:Tor tor) হচ্ছে একটি স্বাদুপানির মাছ। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]

বর্ণনা[সম্পাদনা]

এই প্রজাতির মাছের দেহ সুগঠিত এবং বেশ গভীর। এদের মাথা তুলনামূলকভাবে ছোট। চোখ মাথার অঙ্কীয় তল থেকে দেখা যায়। পৃষ্ঠদেশ ধনুকের মত বাঁকা। মুখ ছোট। মুখের চির চোখের নিচ পর্যন্ত বিস্তৃত নয়। ঠোঁট পুরু ও মাংসল। এদের দেহের পৃষ্ঠভাগ ধূসর-সবুজ, পার্শ্বদিক হালকা গোলাপি যার উপরের দিকে সবুজাভ সোনালি, কিন্তু নিচে হালকা জলপাই-সবুজ বর্ণের হয়। এদের পেটের রং রূপালী, মাথা ফুলকা রন্ধ্রের উপরে হালকা গোলাপী বর্ণের এবং চোখের নিচে হালকা হলুদ ও কানকোতে হালকা আকাশী নীল বর্ণের হয়। পৃষ্ঠপাখনা লালচে; শ্রোণী বক্ষ এবং পায়ুপাখনা গাঢ় কমলা বর্ণের দেখতে হয়।

এই প্রজাতির মাছের দৈর্ঘ্য ১৫০ সেমি পর্যন্ত হয়ে থাকে। ভারতে এই প্রজাতির ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা ১০০ পাওয়া গেছে।[৪]

বিস্তৃতি[সম্পাদনা]

এই প্রজাতির মাছ বাংলাদেশ এবং পাকিস্তানে পাওয়া যায়।[৪]

অন্যান্য[সম্পাদনা]

এটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একটি খাদ্য ও খেলনা মাছ। কিন্তু এটির সংখ্যা অতিরিক্ত আহরণের কারণে দ্রুত কমছে।[১][২]

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি মহাবিপন্ন হিসেবে বিবেচিত।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. A. Rayamajhi, B.R. Jha, & C.M. Sharma (২০১০)। "Tor tor"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2011.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫ 
  2. R. Froese and D. Pauly, সম্পাদক (২০১৪)। "Tor tor (Hamilton, 1822)"। FishBase। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫ 
  3. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০ ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৫১৩
  4. এ কে আতাউর রহমান, ফারহানা রুমা (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১১২–১১৩। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)