লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর
লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর | |
---|---|
![]() | |
ঠিকানা | |
![]() | |
জি এল রায় সড়ক | |
স্থানাঙ্ক | ২৫°৪৪′৫২″ উত্তর ৮৯°১৫′২৮″ পূর্ব / ২৫.৭৪৭৮৫৩৪° উত্তর ৮৯.২৫৭৬৫২৪° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
নীতিবাক্য | শিক্ষাই আমাদের লক্ষ্য, সেবাই আমাদের ব্রত |
প্রতিষ্ঠাকাল | ১২ ফেব্রুয়ারি ১৯৮৩ |
প্রতিষ্ঠাতা | লায়ন্স ক্লাব অব রংপুর |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় জেলা | রংপুর |
সেশন | জানুয়ারি- ডিসেম্বর |
ইআইআইএন | ১২৭৪৯৬ [১] |
অধ্যক্ষ | মোঃ রায়হান শরিফ |
কর্মকর্তা | ৩৮ |
শিক্ষকমণ্ডলী | ৭১+ |
শ্রেণী | প্লে - দ্বাদশ |
লিঙ্গ | সহশিক্ষা |
বয়সসীমা | ০৪-১৮ |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০০+ জন |
ভাষা | বাংলা |
সময়সূচির ধরন | স্কুল এন্ড কলেজ |
ক্যাম্পাসসমূহ | ১টি |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
রঙসমূহ | আকাশী এবং নেভি ব্লু |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
যোগাযোগ | ০৫২১-৫৪৭৫৫ |
ওয়েবসাইট | http://www.lscr.edu.bd/ |
লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর রংপুর সদরে জি.এল. রায় সড়কের পাশে অবস্থিত। রংপুরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। [২]
অবস্থান[সম্পাদনা]
রংপুর নগরীর কেন্দ্রস্থল জাহাজ কোম্পানী মোড় থেকে ১৫০ মিটার পূর্বে ।[৩]
অবকাঠামো[সম্পাদনা]
সুপরিসর মাঠ, ৬-তলা ভবন ১ টি, ৪ তলা ভবন ১ টি ও ৩ তলা ভবন ১ টি, ১ তলা ভবন ১ টি ও সমৃদ্ধ পাঠাগার, সুপরিসর কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ৩ টি (রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও জীব বিজ্ঞান)
প্রশাসনিক অবকাঠামে আছে প্রযুক্তি সমন্বিত অধ্যক্ষের কার্যালয়, সুসজ্জিত শিক্ষক বিশ্রমাগার।
শিক্ষার্থী ও অভিভাবক-বান্ধব অবকাঠামে আছে ছাত্রী বিশ্রামাগার, অভিভাবক অবস্থান কক্ষ, ডায়াবেটিক ক্লিনিক, ক্যান্টিন, সাইকেল গ্যারেজ।
জাতীয় চেতনার বিকাশে আছে শহীদ মিনার ও উৎসর্গ সোপান। [৪]
অর্জন[সম্পাদনা]
বিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, বিতর্ক, আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও থানা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সাফল্য। জাতীয় যাদুঘর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১ম স্থান প্রাপ্তি এবং মিৎসুবিশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সম্মাননা বিশেষভাবে উল্লেখযোগ্য । [৫]
==গ্যালারী==
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Lions School And College Rangpur"। Sohopathi সহপাঠী। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।
- ↑ "LIONS SCHOOL AND COLLEGE, RANGPUR"। www.lscr.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।
- ↑ "লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "LIONS SCHOOL AND COLLEGE, RANGPUR"। www.lscr.edu.bd। ২০২১-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।
- ↑ "LIONS SCHOOL AND COLLEGE, RANGPUR"। ২০১৯-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।