লাভ এক্সপ্রেস
অবয়ব
লাভ এক্সপ্রেস | |
---|---|
পরিচালক | রাজীব কুমার |
প্রযোজক |
|
রচয়িতা | এন কে সলিল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
পরিবেশক | |
মুক্তি | ৯ সেপ্টেম্বর ২০১৬ |
স্থিতিকাল | ১৪৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৪.৭ কোটি |
আয় | ₹ ৩.৩৫ কোটি (প্রথম সপ্তাহে) |
লাভ এক্সপ্রেস হল ভারত এর একটি বাংলা ভাষার চলচ্চিত্র।চলচ্চিত্রটি ৯ সেপ্টেম্বর ২০১৬ সালে মুক্তি পাবে।এই চলচ্চিত্রের পরিচালক হলেন রাজীব কুমার।চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন দেব,নুসরাত জাহান।জিৎ গাঙ্গুলি চলচ্চিত্রটির গান গুলিতে সুর দিয়েছেন।[১]
শেষ্ঠাংশে
[সম্পাদনা]শুভমুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ৯ ই সেপ্টেম্বর ২০১৬ সালে মুক্তি হয়।এটি মোট ১৭২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।পরে এই সংখ্যা বেড়ে হয় ১৮০ ।চলচ্চিত্রটি দ্বিতীয় সপ্তাহে ১৫৮ টি প্রেক্ষাগৃহে চলছে।
আয়
[সম্পাদনা]চলচ্চিত্রটি প্রথম দিনেই ₹৫৫ থেকে ₹৬০ লক্ষ টাকা আয় করেছে।দুই দিনে চলচ্চিত্রের মোট আয় ₹ ১ কোটির বেশি হয়।প্রথম সপ্তাহে মোট আয় হয়েছে ₹৩.২৫ কোটি টাকা।
সঙ্গীত
[সম্পাদনা]লাভ এক্সপ্রেস | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০১৬ | |||
শব্দধারণের সময় | ২০১৫–২০১৬ | |||
ঘরানা | বৈশিষ্ট্যপূর্ণ চলচ্চিত্রের সাউণ্ডট্রেক | |||
সঙ্গীত প্রকাশনী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | |||
প্রযোজক | ||||
জিৎ গাঙ্গুলী কালক্রম | ||||
|
সকল গানের গীতিকার প্রসেন, রাজা চন্দ।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "মন বলেছে আমার" | প্রসেন | জিৎ গাঙ্গুলী | জিৎ গাঙ্গুলী, বব ওমুল | ০৪:১৬ |
২. | "মাঝে মাঝে" | প্রসেন | জিৎ গাঙ্গুলী | কুমার শানু, শ্রেয়া ঘোষাল | ০৪:৪৬ |
৩. | "ধিতাং ধিতাং" | প্রিয় চট্টপাধ্যায় | জিৎ গাঙ্গুলী | আরমান মালিক | ০৩:৩৪ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রবাসে রোম্যান্সের আবেশ দেব-নুসরাত"। সংবাত প্রতিদিন। সংগ্রহের তারিখ ০৭-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]