লাভ এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাভ এক্সপ্রেস
পরিচালকরাজীব কুমার
প্রযোজক
  • শ্রীকান্ত মোহতা
  • নিসপাল সিং
রচয়িতাএন কে সলিল
শ্রেষ্ঠাংশে
সুরকারজিৎ গাঙ্গুলী
পরিবেশক
মুক্তি৯ সেপ্টেম্বর ২০১৬
স্থিতিকাল১৪৭ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹ ৪.৭ কোটি
আয়₹ ৩.৩৫ কোটি (প্রথম সপ্তাহে)

লাভ এক্সপ্রেস হল ভারত এর একটি বাংলা ভাষার চলচ্চিত্র।চলচ্চিত্রটি ৯ সেপ্টেম্বর ২০১৬ সালে মুক্তি পাবে।এই চলচ্চিত্রের পরিচালক হলেন রাজীব কুমার।চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন দেব,নুসরাত জাহান।জিৎ গাঙ্গুলি চলচ্চিত্রটির গান গুলিতে সুর দিয়েছেন।[১]

শেষ্ঠাংশে[সম্পাদনা]

শুভমুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ৯ ই সেপ্টেম্বর ২০১৬ সালে মুক্তি হয়।এটি মোট ১৭২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।পরে এই সংখ্যা বেড়ে হয় ১৮০ ।চলচ্চিত্রটি দ্বিতীয় সপ্তাহে ১৫৮ টি প্রেক্ষাগৃহে চলছে।

আয়[সম্পাদনা]

চলচ্চিত্রটি প্রথম দিনেই ₹৫৫ থেকে ₹৬০ লক্ষ টাকা আয় করেছে।দুই দিনে চলচ্চিত্রের মোট আয় ₹ ১ কোটির বেশি হয়।প্রথম সপ্তাহে মোট আয় হয়েছে ₹৩.২৫ কোটি টাকা।

সঙ্গীত[সম্পাদনা]

লাভ এক্সপ্রেস
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৬
শব্দধারণের সময়২০১৫–২০১৬
ঘরানাবৈশিষ্ট্যপূর্ণ চলচ্চিত্রের সাউণ্ডট্রেক
সঙ্গীত প্রকাশনীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
প্রযোজক
জিৎ গাঙ্গুলী কালক্রম
পাওয়ার
(২০১৬)
লাভ এক্সপ্রেস
(২০১৬)
চ্যাম্প
(২০১৭)

সকল গানের গীতিকার প্রসেন, রাজা চন্দ

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."মন বলেছে আমার"প্রসেনজিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী, বব ওমুল০৪:১৬
২."মাঝে মাঝে"প্রসেনজিৎ গাঙ্গুলীকুমার শানু, শ্রেয়া ঘোষাল০৪:৪৬
৩."ধিতাং ধিতাং"প্রিয় চট্টপাধ্যায়জিৎ গাঙ্গুলীআরমান মালিক০৩:৩৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রবাসে রোম্যান্সের আবেশ দেব-নুসরাত"সংবাত প্রতিদিন। সংগ্রহের তারিখ ০৭-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]