বিষয়বস্তুতে চলুন

লক্ষিন্দর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লক্ষিন্দর
ইউনিয়ন
ডাকনাম: লক্ষিন্দর
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাঘাটাইল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ২০১৭
সরকার
 • চেয়ারম্যানগণের তালিকা★মোঃ সাইদুর রহমান( ২৯-১২-২০২২ থেকে বর্তমান)

আওয়ামী লীগ

★আলহাজ্ব একাব্বর আলী (২৯-০৩-২০১৮ থেকে ২৯-১২-২০২২ সাল পর্যন্ত) স্বতন্ত্র
জনসংখ্যা (২০২২ সালের আদমশুমারী অনুযায়ী)
 • মোট৪২,৪৬৩
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৯৮৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

লক্ষিন্দর ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লক্ষিন্দর ইউনিয়নটি ঘাটাইল,মধুপুর ও ফুলবাড়ীয়া উপজেলার সীমান্তবর্তী স্থানে অবস্থিত। এর উত্তরে মধুপুর পূর্বে ফুলবাড়ীয়া পশ্চিমে রসুল পুর ইউনিয়ন ও দক্ষিণে সাগরদিঘী ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত। ইউনিয়নটি ২০১৮ সালে সাবেক রসুলপুর থেকে বিভক্ত হয়ে ১৩ নং লক্ষিন্দর ইউনিয়ন নামে কার্যক্রম শুরু করে। এর জনসংখ্যা প্রায় ৪৩,০০০।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

ইউনিয়নে মোট ২৭ টি গ্রাম রয়েছে।

  • ওয়ার্ড নম্বর ও ওয়ার্ডে অবস্থিত গ্রামের নাম
  • ০১ - মুরাইদ, সিংহচালা, চাকপাড়া
  • ০২ - দুলালিয়া, সাপমারা, সিদ্দিক আলী, শাপলাপাড়া
  • ০৩ - মধুপুরচালা, খাজনাগড়া,চারিয়াবাইদ
  • ০৪ - বাসাবাইদ, কাজলা, ভাদুরীচালা,মাগুনিয়াচওনা, তালতলিয়াচালা
  • ০৫ - হারংচালা, আকন্দেরবাইদ,বালিয়াবাইদ, ইন্দ্রাবাইদ, বাকচালা, নাগবাড়ির চালা
  • ০৬ - লক্ষিন্দর, ফটিয়ামারী,
  • ০৭ - বাঘাড়া, কাইকারচালা
  • ০৮ - বেইলা, মনতলা
  • ০৯ - তালতলা, শুকতারবাইদ

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

ইউনিয়নটির আয়তন ১৩,৩১৬ একর

এর জনসংখ্যা প্রায় ৪২,৪৬৩।

পুরুষ=১৯,৭৯৮ জন এবং মহিলা= ২০,৬৬৫ জন

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানবান্দা উচ্চ বিদ্যালয়, সানবান্দা প্রাইমারি স্কুল, আকন্দের বাইদ হাই স্কুল, আকন্দের বাইদ প্রাইমারী স্কুল, হারংচালা প্রাইমারী স্কুল, ইন্দ্রা বাইদ প্রাইমারী স্কুল, বাকচালা প্রাইমারী স্কুল, আকন্দের বাইদ ছাবেদিয়া দাখিল মাদ্রাসা, বেইলা প্রাইমারী স্কুল, কাজলা প্রাইমারী স্কুল, লক্ষিন্দর প্রাইমারী স্কুল, বাসাবাইদ হাই স্কুল, বাসাবাইদ প্রাইমারী স্কুল, খাজনা গড়া প্রাইমারী স্কুল

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

অনিক নগর পার্ক, আলাদীনস্ পার্ক

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইউনিয়নসমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০