রোহিঙ্গা (২০২২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোহিঙ্গা
প্রচারণা পোস্টার
পরিচালকসৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
প্রযোজকশবনম শাহনাজ চৌধুরী
চিত্রনাট্যকারসৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
শ্রেষ্ঠাংশে
  • আরশি হোসেন
  • ওমর আয়াজ অনি
চিত্রগ্রাহকআসাদুজ্জামান মজনু
মুক্তি
  • ২১ নভেম্বর ২০২২ (2022-11-21)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দেশান্তর সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড রচিত ও পরিচালিত ২০২২ সালের বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন আরশি হোসেন এবং অনান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি হোসেন, তানজিদ, এনামুল হক, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু।

চলচ্চিত্রটি ২০২২ সালের ২১ই নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

  • আরশি হোসেন
  • ওমর আয়াজ অনি
  • সাগর
  • বৃষ্টি আক্তার
  • তানজিদ
  • এনামুল হক
  • শাকিবা
  • হায়াতুজ্জামান
  • গোলাম রাব্বানি মিন্টু

নির্মাণ[সম্পাদনা]

নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ২০১২ সালে রোহিঙ্গা চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেন।[১][২] ২০১৬ সালের অক্টোবরে তিনি এই চলচ্চিত্র নির্মাণের কথা গণমাধ্যমে জানান।[৩] পরবর্তীকালে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকতর বাংলাদেশে আগমনের পর তিনি চিত্রনাট্যে পরিবর্তন আনেন।[১] ২০১৭ সালে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়। দৃশ্যধারণ করা হয় নাফ নদী, শাহপরীর দ্বীপ, উখিয়াটেকনাফে[২] ২০২১ সালের ২রা নভেম্বর চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর সনদপত্র লাভ করে।[৪]

মুক্তি[সম্পাদনা]

২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ পায়।[৫] ২০২২ সালের ২১ই নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায়।[৬]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ছাড়পত্র পেয়েছে ডায়মন্ডের 'রোহিঙ্গা'"অন্যদিন। ৭ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 
  2. "অহিদুজ্জামান ডায়মন্ডের 'রোহিঙ্গা' মুক্তি আজ"দৈনিক মানবজমিন। ২১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 
  3. "ডায়মন্ডের নতুন সিনেমা 'রোহিঙ্গা'"দৈনিক প্রথম আলো। ১৫ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 
  4. "ছাড়পত্র পেলো ডায়মন্ডের 'রোহিঙ্গা'"বাংলা ট্রিবিউন। ৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 
  5. "https://www.banglanews24.com/print/962722"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সেপ্টেম্বর ৩০, ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  6. "ডায়মন্ডের রোহিঙ্গা মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর"দৈনিক ইনকিলাব। ২৩ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 
  7. "সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]