বিষয়বস্তুতে চলুন

রোবের্তো পেরেইরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোবের্তো পেরেইরা
২০১১ সালে রিভার প্লেতের হয়ে পেরেইরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোবের্তো মাক্সিমিলিয়ানো পেরেইরা
জন্ম (1991-01-07) ৭ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান সান মিগেল দে তুকুমান, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
উদিনেসে
জার্সি নম্বর ৩৭
যুব পর্যায়
রিভার প্লেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১১ রিভার প্লেত ৪৩ (০)
২০১১–২০১৫ উদিনেসে ৮৪ (৮)
২০১৪–২০১৫ইয়ুভেন্তুস (ধার) ৩৫ (৪)
২০১৫–২০১৬ ইয়ুভেন্তুস ১৩ (০)
২০১৬–২০২০ ওয়াটফোর্ড ১০৬ (১৬)
২০২০– উদিনেসে ৫৮ (৮)
জাতীয় দল
২০১১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (০)
২০১৪– আর্জেন্টিনা ১৯ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৫৮, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৮, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রোবের্তো মাক্সিমিলিয়ানো পেরেইরা (স্পেনীয়: Roberto Pereyra, স্পেনীয় উচ্চারণ: [roˈβeɾto peˈɾeiɾa]; জন্ম: ৭ জানুয়ারি ১৯৯১; রোবের্তো পেরেইরা নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব উদিনেসে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১ সালে, পেরেইরা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৯ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রোবের্তো মাক্সিমিলিয়ানো পেরেইরা ১৯৯১ সালের ৭ই জানুয়ারি তারিখে আর্জেন্টিনার সান মিগেল দে তুকুমানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পেরেইরা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় এক বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৪ সালের ১১ই অক্টোবর তারিখে, ২৩ বছর, ৯ মাস ও ৪ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী পেরেইরা ব্রাজিলের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ব্রাজিল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে পেরেইরা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৮ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০১৪
২০১৫
২০১৮
২০১৯
সর্বমোট ১৯

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]