রেজা আসলান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেজা আসলান
টেক্সাস বইমেলায় রেজা আসলান (২০১৩)
জন্ম (1972-05-03) মে ৩, ১৯৭২ (বয়স ৫১)
Tehran, Iran
নাগরিকত্বIranian-American
শিক্ষাSanta Clara University (BA)
Harvard University (MTS)
University of Iowa (MFA)
University of California, Santa Barbara (PhD)
পেশাScholar, writer, and TV host
প্রতিষ্ঠানAslan Media Inc., BoomGen Studios
উল্লেখযোগ্য কর্ম
No God but God
Zealot
দাম্পত্য সঙ্গীJessica Jackley (বি. ২০১১)
সন্তান3
আত্মীয়Leila Forouhar (aunt)

রেজা আসলান ( ফার্সি: رضا اصلان ; জন্ম সাল: ৩ মে, ১৯৭২ খ্রিস্টাব্দ) হলেন একজন ইরানীয়-মার্কিন ধর্মীয় সমাজতাত্ত্বিক পণ্ডিত, লেখক এবং টিভি উপস্থাপক। যৌবনে শিয়া থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হন; তবে শেষ পর্যন্ত তিনি ইসলামে ফিরে আসেন। কিন্তু খ্রিস্টান ধর্ম সম্পর্কে তিনি লিখতে থাকেন। ধর্মের উপর তার চারটি বই রয়েছে: ঈশ্বর ছাড়া ঈশ্বর নেই : ইসলামের উৎপত্তি, বিবর্তন ও ভবিষ্যত, মৌলবাদের বাইরে : বিশ্বায়নের যুগে ধর্মীয় চরমপন্থা মোকাবিলা। তিনি টেলিভিশনেও কিছু কাজ করেছেন; যার মধ্যে রয়েছে সিএনএন-বিলিভার নামে বিশ্বধর্মের অন্বেষণকারী একটি বহুল তথ্যচিত্র সিরিজ এবং এইচবিও নাটকের সিরিজ দ্য লেফটওভারসের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেন। তিনি আমেরিকান একাডেমি অব রিলিজিয়ন ও ইন্টার্ন্যাশনাল কোরানিক স্টাডিয অ্যাসোসিয়েশনের সদস্য। এছাড়াও তিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, রিভারসাইডের সৃজনশীল লেখার অধ্যাপক এবং ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের বোর্ড সদস্য।

তথ্যসূত্র[সম্পাদনা]