রূপসদী জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রূপসদী জমিদার বাড়ি
বিকল্প নামখানেপাড়া জমিদার বাড়ি
তীর্থবাসীর জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানবাঞ্ছারামপুর উপজেলা
ঠিকানারূপসদী
শহররূপসদী ইউনিয়ন, বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৯১৫
স্বত্বাধিকারীতীর্থবাসী রায়
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

রূপসদী জমিদার বাড়ি বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি

ইতিহাস[সম্পাদনা]

প্রায় পাঁচ একর জায়গার উপর জমিদার তীর্থবাসী চন্দ্র রায় ১৯১৫ সালে ভারত থেকে নকশা ও রাজমিস্ত্রী এনে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তার পুত্র জমিদার মহিষ চন্দ্র রায় তার দাদার নামে এখানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং বাবার স্মৃতিস্বরূপ একটি মাঠ নির্মাণ করেন। এই জমিদার বাড়ির আঙ্গিনায় আগে বিভিন্ন মেলা ও ধর্মীয় অনুষ্ঠান হতো। জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে জমিদার বংশধররা এখানে আর বসবাস করেন না। জীবিকার তাগিদে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় চলে গিয়েছেন।

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

বর্তমানে বাড়িটি পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে। বিভিন্ন গ্রাম ও শহর থেকে মানুষ বাড়িটি দেখার জন্য আসে।

তথ্যসূত্র[সম্পাদনা]