রুহুল আমিন (পরিচালক)
রুহুল আমিন | |
---|---|
জন্ম | ১৯৭১ |
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | ন্যাশনাল ফিল্ম এন্ড টেলিভিশন স্কুল |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৮৩–বর্তমান |
রুহুল আমিন (জন্ম ১৯৭১, বাংলাদেশ) একজন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।
শৈশব
[সম্পাদনা]আমিন বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ এর দশকের শেষের দিকে কিশোর বয়সে পিতা-মাতার সাথে ব্রিটেন এ আসেন।[১] তিনি বিদ্যালয়ে পড়াকালীন তার প্রথম প্রামাণ্যচিত্র-নাটক পূর্ব লন্ডন তৈরি করেছিলেন।[২] তিনি ন্যাশনাল ফিল্ম এন্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৬ সালে আমিন চ্যানেল ৪ টেলিভিশনের জন্য তার প্রথম চলচ্চিত্র "এ কাইন্ড অফ ইংলিশ" তৈরি করেছিলেন।[৩][৪]
আমিন বিবিসি এবং চ্যানেল ৪ এর জন্য ১৫-এর বেশি [২] চলচ্চিত্র তৈরি করেছেন যার মধ্যে বেশিরভাগ প্রামাণ্যচিত্র এবং নাটক।[৫] তিনি ২০১৭ সালে যুক্তরাজ্য, ভারত এবং বাংলাদেশ-এর মধ্যে গ্যালাক্সি ফিল্মস প্রযোজিত মিথুন চক্রবর্তী অভিনীত বাংলার লোককবি, দার্শনিক এবং গীতিকার হাসন রাজার জীবন ও সংগীতের উপর ভিত্তি করে হাসন রাজা চলচ্চিত্র তৈরি করেন।[৬] ছবিটির অর্থায়ন করেছিলেন আমিনের বন্ধুবান্ধব এবং ইংল্যান্ডের বাংলাদেশী সম্প্রদায় [২] ।
আমিন লন্ডনের ইস্ট এন্ডের বাঙালি সম্প্রদায়ের জীবনকে কেন্দ্র করে সংবেদনশীল, স্বল্পতর, কাব্যিক চলচ্চিত্র তৈরি করার জন্য পরিচিত।[১]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | নাম | মন্তব্য |
---|---|---|
১৯৮৩ | পূর্ব লন্ডন | |
ফিল্ম ইন মাই হার্ট | ||
১৯৮৬ | এ কাইন্ড অফ ইংলিশ | টিভি চলচ্চিত্র |
১৯৯৩ | মুভিওয়ালা | |
১৯৯৪ | রাইথম | |
১৯৯৫ | ওইকেট টাইগার | |
১৯৯৬ | ভায়োলেন আর্থ | |
নিউ ইস্টান্ডার্স' | ||
১৯৯৭ | রাজমিস্ত্রী | |
১৯৯৮ | মেগাস্টার | |
২০০০ | উই নিড ইউ | টিভি চলচ্চিত্র |
ফরযেন মোমেন্ট | স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র | |
২০১৪ | সেন্ট অফ আর্থ | |
২০১৮ | হাসন রাজা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Malik, Sarita (১০ জুন ২০১৫)। "রুহুল আমিন চলচ্চিত্র হাসন রাজা"। এশিয়ান লাইট নিউজ। ৩১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ ক খ গ Nag, Kushali (১২ এপ্রিল ২০১১)। "পাওয়ার লাভ"। The Telegraph। Calcutta। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫।
- ↑ Mannikka, Eleanor (৩ মে ২০০৭)। "এ কাইন্ড অফ ইংলিশ (১৯৮৬)"। The New York Times। New York। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Malik, Sarita (Autumn ১৯৯৪)। "সুমিত্রা মালিক ও রুহুল আমিন" (3) (2 সংস্করণ)। a British film institute magazine। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Ali, Arif (১৯৮৮)। তৃতীয় বিশ্ব। Hansib Publications। পৃষ্ঠা 80। আইএসবিএন 978-1-870518-04-8। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১০।
- ↑ Uddin, Romuz (৮ মে ২০১৩)। "হাসন রাজার চলচ্চিত্র সাক্ষাৎকার"। Washington: ওয়াশিংটন বাংলা রেডিও। ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪।