রুমানা ইসলাম মুক্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুমানা ইসলাম মুক্তি
মুক্তি
জন্ম১৯৮২ (বয়স ৪১–৪২)
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী, মডেল
পরিচিতির কারণপদ্মা নদীর মাঝি (চলচ্চিত্র), শ্রাবণ মেঘের দিন, হাসন রাজা (২০০২ সালের চলচ্চিত্র)
উচ্চতা৫ ফু ৮ ইঞ্চি (১.৭৩ মি)
সন্তান
পিতা-মাতা

রুমানা ইসলাম মুক্তি একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল, যিনি শ্রাবন মেঘের দিন (২০০০)[১] চলচ্চিত্রের জন্য পরিচিত হন। ১৯৯৩ সালে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

রুমানা ইসলাম মুক্তি অভিনেত্রী আনোয়ার বেগমের কন্যা। মুক্তির স্বামীর নাম আরিফ। যিনি পেশায় ব্যবসায়ী। তাদের এক মেয়ে কারিমা এবং এক ছেলে ঈমান।[২][৩]

চলচ্চিত্রে আগমন[সম্পাদনা]

গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মানদীর মাঝি’ চলচ্চিত্রে কপিলার (চম্পার) মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তির বড় পর্দায় আগমন। এটি মুক্তির আগেই তার দ্বিতীয় ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে অভিনয় করে মুক্তি বেশ প্রশংসিত হন। এরপর ফজলে হক পরিচালিত ‘লড়াই’, প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’, চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’, রায়হান মুজিবের ‘জগৎ সংসার’, ‘দারোয়ানের ছেলে’, ‘তুমি আমার স্বামী’, এফ আই মানিকের ‘পিতামাতার আমানত’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন। [৪]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা নোট
১৯৯৩ পদ্মা নদীর মাঝি গোপি, কবরের মেয়ে
১৯৯৯ সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড কেয়া, নববধূ নববধূ টিভি মুভি
২০০০ শ্রাবণ মেঘের দিন শাহানা
২০০২ হাসন রাজা
২০১০ অবুঝ বউ জবা
২০১০ রিকশাওয়ালার প্রেম
২০১১ দারোয়ানের ছেলে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সেই মুক্তি এই মুক্তি - Banglanews24"banglanews24.com। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "শুটিংয়ে চুমু খেয়ে কেঁদেছিলেন মুক্তি"প্রথম আলো। ২৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  3. Mahfuzur Rahman (৫ জুন ২০২০)। শুটিংয়ে চুমু খেয়ে কেঁদেছিলেন মুক্তি [Mukti cried and kissed during the shooting]। Prothom Alo। ২৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]