রুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রূদ প্রাক ইসলামী যুগে উত্তর আরবের গোত্রসমূহের উপাস্য দেবতা ছিলেন।[১] রুদ ছিলেন রক্ষক দেবতা।[১] রুদ সম্পর্কে সব থেকে প্রাচীন উদ্ধৃতি পাওয়া যায় এশহ্রাদ্দোন এর লিপিতে। তিনি ৬৮১-৬৬৯ খিস্টপূর্বাব্দে আশারীয় সাম্রাজ্যের শাসক ছিলেন। রুদের নাম মূল আক্কাদীয় Ru-ul-da-a-a-ú থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এবং আরবদের দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে।[১] আরামিয় পুঁথিতে তাকে অশ্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। সিরীয় দেবতা রেশেপের সাথে অশ্রু/রুদকে তুলনা করা হয়। কারণ রেশেপও ছিলেন রক্ষাকারী দেবতা।[১]

খ্রিস্টপূর্বাব্দ ৯ম থেকে ৪র্থ শতকে দক্ষিণ আরবীয় রাজ্য আওসান, মাঈন, কাতাবান এবং হাদরামাওত এ সূর্য, চন্দ্র এবং শুক্র গ্রহের দেবতাদের সমুন্বয়ে ত্রি-ঈশ্বর ধারণা প্রচলিত ছিলো।[২] শুক্র দেবতার আশতারতে, সূর্য দেবতা ইয়াম এবং চন্দ দেবতা ওয়াদ (আমম, সিন)। নজদ এলাকায় প্রচলিত ভাষায় কথ্যরূপে রুদের ব্যবহার দেখে সহজেই অনুমান করা যায় যে সকল ভালো এবং মন্দে কীভাবে রূদের নাম ব্যবহার করা হত।[৩] কিছু কিছু পুঁথিতে রুদকে উদ্ধৃতি করা হয়েছে এভাবে, "by Ruda are we" এবং "by Ruda is weeping"।[২]

রুদ সম্পর্কিত বই[সম্পাদনা]

তথ্য উৎস[সম্পাদনা]

  1. Lipinski, 2000, pp. 618-619.
  2. Lange, 2004, pp. 268-269.
  3. Hoyland, 2001, p. 207.