রিয়াজুস সালাতিন
অবয়ব
লেখক | গোলাম হোসেন সেলিম |
---|---|
দেশ | ব্রিটিশ ভারত |
ভাষা | পার্সিয়ান |
ধরন | ঐতিহাসিক নন-ফিকশন |
রিয়াজুস সালাতিন (ফার্সি: رياض السالطين) বাংলায় মুসলিম শাসনের উপর ব্রিটিশ যুগের প্রথম ঐতিহাসিক বই যা ১৭৮৮ সালে প্রকাশিত হয়। এটি লিখেছেন গোলাম হোসেন সেলিম।
বিষয়বস্তু
[সম্পাদনা]বই এর বিষয়বস্তু শুরু হয় দক্ষিণ আফগানিস্তানের একজন তুর্কো-আফগান জেনারেল মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনের সাথে, যিনি বাংলায় মুসলিম শাসন নিয়ে আসেন। বইগুলি পলাশীর যুদ্ধ এবং ইংরেজদের হাতে বাংলার মুসলমান নবাবদের পরাজয়ের মাধ্যমে শেষ হয় যা বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটায়। মুঘল সাম্রাজ্যের অধীনে বঙ্গীয় সুবাহ এবং শায়েস্তা খানের ঐতিহাসিক শাসনের কিছু তথ্যে ভুলত্রুটি ছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "বাংলাদেশ"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
বহিঃ সংযোগ
[সম্পাদনা]- ইংরেজিতে অনুবাদ, কমন্সে DJVU ফাইল
- বাংলা অনুবাদ