রিফিউজি
অবয়ব
রিফিউজি | |
---|---|
পরিচালক | হরনাথ চক্রবর্তী |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি |
রচয়িতা | এম. রত্নম |
কাহিনিকার | ভি. বিজয়ান্দ্র প্রসাদ |
উৎস | এস. এস. রাজামৌলি কর্তৃক ছত্রপতি |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ রম্ভা রুদ্রনীল ঘোষ বিপ্লব চ্যাটার্জি রাজেশ শর্মা ঋষভ প্রসাদ |
বর্ণনাকারী | ঋষভ প্রসাদ |
সুরকার | জিৎ গাঙ্গুলি |
চিত্রগ্রাহক | শাশ্বত দত্ত |
সম্পাদক | অরিন্দম |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুশোভন মুখার্জি |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ১.০ কোটি |
আয় | ২.৫ কোটি |
রিফিউজি হচ্ছে একটি ২০০৬ সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন চলচ্চিক্র। এটি হরনাথ চক্রবর্তী পরিচালনা করেছেন এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজনা করেছেন। এটিতে বাংলাদেশের একজন বিশিষ্ট উদ্বাস্তু হিসেবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মহিলা প্রধান চরিত্রে রম্ভা অভিনয় করেছেন, ঋষভ প্রসাদ কথক হিসেবে এবং ছবিতে দম্পতিদের পরিচারক হিসেবে অভিনয় করেছেন। এটি প্রভাসের তেলুগু চলচ্চিত্র ছত্রপতির পুনর্নির্মাণ।
অভিনয়ে
[সম্পাদনা]- শিবা (শিব) চরিত্রে প্রসেনজিৎ
- জুলির চরিত্রে রম্ভা
- রাজেশ শর্মা
- অশোকের চরিত্রে রুদ্রনীল ঘোষ
- বিপ্লব চ্যাটার্জি
- জগন্নাথ গুহ
- চন্দন সেন
- রত্না ঘোষাল
- শিবার মায়ের চরিত্রে কল্যাণী মণ্ডল
- নিমু ভৌমিক
- পরিচারক হিসেবে ঋষভ প্রসাদ
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]শিরোনামহীন | |
---|---|
মুক্তির তারিখ | ২০০৬ |
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী । গানটির কথা লিখেছেন গৌতম সুস্মিত ও প্রিয় চট্টোপাধ্যায়।[১]
নং. | শিরোনাম | গীতিকার | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "এ কেউরা" | গৌতম সুস্মিত | অমিত কুমার, পামেলা জৈন | ৩:৪৬ |
২. | "ঝিলমিল ঝিলমিল" | গৌতম সুস্মিত | বাবুল সুপ্রিয় | ৩:৪১ |
৩. | "কাঁচা পিরিত পাকাইয়া দিল" | প্রিয় চট্টোপাধ্যায় | মিস জোজো | ৪:৪৫ |
৪. | "সাথিরে ও সাথিরে" | প্রিয় চট্টোপাধ্যায় | জিৎ গাঙ্গুলি, মহালক্ষ্মী আয়ার | ৪:৫৬ |
৫. | "মায়ের কোলে" |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Refugee (2006)"। ১৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিফিউজি (ইংরেজি)