রামচন্দ্র দাস পরমহংস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রামচন্দ্র দাস পরমহংস (১৯১৩-২০০৩) ছিএন অযোধ্যার রাম জন্মভূমি ন্যাসের প্রধান।তার প্রকৃত নাম চন্দ্রেশ্বর তিওয়ারি। তিনি অধুনা ভারতের বিহার রাজ্যের এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[১] তার মৃত্যুর পর ধরম দাস তার স্থলে রাম জন্মভূমি আন্দোলনের নেতা হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ramchandra Paramhans"The Telegraph। ৬ আগস্ট ২০০৩। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১২ 
  2. http://www.tribuneindia.com/2010/20100924/main1.htm