রাবিয়া ইবনে কাব আসলামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাবিয়া ইবনে কাব আসলামি (আরবি: ربيعة بن كعب الأسلمى‎‎) ছিলেন একজন বিশিষ্ট সাহাবা এবং কুরআনের একজন হাফেজ। তিনি মক্কার বনু আসলাম গোত্রের সদস্য ছিলেন। তিনি ইসলামের প্রথমদিকে ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় হিজরত করেন। তিনি বদর, উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন।[১]

রাবিয়া ইবনে কাব ছিলেন একজন ধার্মিক এবং আল্লাহভক্ত ব্যক্তি। তিনি নফল সালাত আদায়ে খুবই আগ্রহী ছিলেন। তিনি একবার রাসূলুল্লাহ (মুহাম্মাদ) এর কাছে বললেন, "আমি বেহেশতে আপনার সঙ্গ কামনা করি।" মুহাম্মাদ বললেন, "তাহলে তুমি বেশি বেশি নফল নামাজ আদায় কর।" রাবিয়া ইবনে কাব এরপর থেকে প্রতিদিন ১০০০ বার সিজদা করতেন।

রাবিয়া ইবনে কাব থেকে প্রায় ১০০টি হাদিস বর্ণিত হয়েছে। তিনি কুরআনের একজন হাফেজ ছিলেন এবং তিনি কুরআনকে সুন্দরভাবে তিলাওয়াত করতেন। তিনি কুরআনের বিভিন্ন সূরা এবং আয়াতের ব্যাখ্যাও দিতেন।

রাবিয়া ইবনে কাব ৬৮০ খ্রিষ্টাব্দে মদিনায় মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বর্ণনাকারীঃ রবী'আহ্ ইবনু কা'ব আল আসালামী (রাঃ)"www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৭