রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস
![]() | |
ধরন | সরকারী মালিকানাধীন প্রতিষ্ঠান |
---|---|
শিল্প | অস্ত্র শিল্প, বায়বান্তরীক্ষ শিল্প |
পূর্বসূরী | সাইন্স কর্পস |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৮ |
সদরদপ্তর | , |
পণ্যসমূহ | সামরিক মহাকাশ ক্ষেপণাস্ত্র |
আয় | ![]() |
![]() | |
মালিক | ইসরায়েল |
কর্মীসংখ্যা | ৭,০০০ |
বিভাগসমূহ | ক্ষেপণাস্ত্র এবং এনসিডব্লিউ বিভাগ
- উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিভাগ |
অধীনস্থ প্রতিষ্ঠান | আরডিসি (রাফায়েল ডেভেলপমেন্ট কর্পোরেশন) |
ওয়েবসাইট | rafael.co.il |
রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড ( হিব্রু ভাষায়: רפאל - מערכות לחימה מתקדמות בע"מ,পূর্বে: রাফায়েল রণসজ্জা উন্নয়ন কর্তৃপক্ষ), রাফেল বা রাফায়েল, (এছাড়াও রাফায়েল বা রফায়েল নামেও বানান করা হয়ে থাকে); "যুদ্ধোপকরণ উন্নয়ন কর্তৃপক্ষ" এর হিব্রু আদ্যক্ষর -רשות לפיתוח אמצעי לחימה חימה একটি ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি । ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিকাশের জন্য এটি ইসরায়েলের জাতীয় গবেষণা ও উন্নয়ন প্রতিরক্ষা পরীক্ষাগার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল; ২০০২ সালে এটিকে একটি সীমাবদ্ধ সংস্থা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। [২]
রাফায়েল ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর জন্য এবং বিদেশে রপ্তানির জন্য অস্ত্র, সামরিক এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশ এবং উৎপাদন করে থাকে। বর্তমানে এর সমস্ত প্রকল্পসমূহ শ্রেণীবদ্ধ করা হয়েছে।
ইতিহাস[সম্পাদনা]




রাফায়েল ১৯৪৮ সালে শ্লোমো গুরের নেতৃত্বে সায়েন্স কর্পস (হিব্রু: חיל המדע নামে প্রতিষ্ঠিত হয়, যা এইচইএমইডি, হিব্রু: חמד) নামে পরিচিত। ১৯৫২ সালে এর নাম পরিবর্তন করে রিসার্চ অ্যান্ড ডিজাইন ডিরেক্টরেট (אגף הפיתוח והתיכנון) রাখা হয়। ১৯৫২ সালে ডেভিড বেন-গুরিয়ন দুটি এজেন্সিতে এইচইএমইডির কার্যক্রম বিভক্ত করার সিদ্ধান্ত নেন। বিশুদ্ধ বৈজ্ঞানিক গবেষণাটি এইচইএমইডি রেখে দেওয়া হয়েছিল, যখন অস্ত্রের বিকাশ নতুন ইএমইটি এজেন্সিতে স্থাপন করা হয়েছিল।[৩]
১৯৫৪ সালে বেন-গুরিয়ন ইএমইটির নাম পরিবর্তন করে রাফায়েল রাখার সিদ্ধান্ত নেন।[৪] ১৯৫৮ সালে রাফায়েল নামে এটি পুনর্গঠিত হয়।[৫]
১৯৯৫ সালে আইজাক রবিন; আমোস হোরেভকে রাফায়েল বোর্ডের চেয়ারম্যান হতে বলেন, অনেক বছর পর হোরেভ রাফায়েলের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৬] হোরেভ ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Rafael reports higher profit for 2016 - Globes English"। Globes।
- ↑ "Globes Dun's 100 - Rafael Advanced Defense Systems Ltd."। ২০১৩-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ The bomb is the basement, page 43
- ↑ The bomb is the basement, page 113
- ↑ Merdor, Monaya M. (১৯৮২)। "Science Corps (Hemed)"। IDF in Its Corps: Army and Security Encyclopedia (হিব্রু ভাষায়)। Volume 17। Revivim Publishing। পৃষ্ঠা 17–19।
- ↑ ক খ "Amos Horev"। MIT Enterprise Forum। জানুয়ারি ১, ২০০১। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৭, ২০১০।