রাজ্যক্ষেত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজ্যক্ষেত্র বলতে কোনো নির্দিষ্ট দেশ, ব্যক্তি বা প্রাণীর সঙ্গে সম্পর্কিত ভূখণ্ডকে বোঝায়।[১][২] আন্তর্জাতিক রাজনীতিতে রাজ্যক্ষেত্র বলতে সাধারণত স্বশাসনের ক্ষমতা প্রদান করা হয়নি এমন ভৌগোলিক এলাকা, অর্থাৎ কোনো সার্বভৌম রাষ্ট্রের এক্তিয়ারভুক্ত এলাকাকে বোঝায়।

মূলত অস্ট্রেলিয়া, কানাডাযুক্তরাষ্ট্রে রাজ্যক্ষেত্র বলতে স্থানীয় সরকারবিশিষ্ট এক বড় অঞ্চলকে বোঝায় যা প্রদেশ বা অঙ্গরাজ্যের তুলনায় কম অধিকার ভোগ করে।[১] আবার, সীমিত অর্থে রাজ্যক্ষেত্র বলতে কোনো বহিঃস্থ সরকারের উপর নির্ভরশীল এমন কোনো ভৌগোলিক অঞ্চলকে বোঝায়।[৩]

ধরন[সম্পাদনা]

রাজধানী রাজ্যক্ষেত্র[সম্পাদনা]

রাজধানী রাজ্যক্ষেত্র বলতে সাধারণত একটি বিশেষভাবে মনোনীত রাজ্যক্ষেত্রকে বোঝায় যেখানে কোনো দেশের সরকার অধিষ্ঠিত। এর ফলে যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্য বা রাজ্যক্ষেত্র প্রাধান্য পাবে না কারণ রাজধানী তার নিজস্ব সীমানার মধ্যে অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "territory"Cambridge Academic Content DictionaryCambridge University Press। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Search Result For রাজ্যক্ষেত্র | Bengali to English"accessibledictionary.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১২-৩১ 
  3. Territory. American Heritage Dictionary of the English Language. Accessed 28 January 2022. Archived 29 January 2022.