রাজেন গোহাঁই
রাজেন গোহাঁই | |
---|---|
রেলপথ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৫ জুলাই ২০১৬ – ৩০ মে ২০১৯ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
মন্ত্রী | সুরেশ প্রভু পীযূষ গয়াল |
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৯৯ – ২০১৯ | |
পূর্বসূরী | নৃপেন গোস্বামী |
উত্তরসূরী | প্রদ্যুত বরদলৈ |
নির্বাচনী এলাকা | নওগং |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নগাঁও, আসাম | ২৬ নভেম্বর ১৯৫০
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | Rita Gohain (বি. ১৯৮১) |
সন্তান | ২ ছেলে ও ৩ মেয়ে |
শিক্ষা | B. A., LLB |
প্রাক্তন শিক্ষার্থী | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
রাজেন গোহাঁই (২৬ নভেম্বর ১৯৫০) আসামের নগাঁওতে জন্মগ্রহণ করেন, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আসামের নওগং নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতীয় জনতা পার্টির সদস্য।
পটভূমি
[সম্পাদনা]গোহাঁই গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত হন এবং বিএ এবং এলএলবি ডিগ্রি নিয়ে স্নাতক হন।[১] তিনি ১৯৮১ সালে রিতা গোহাঁইকে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের জনক।[২] গোহাঁই পেশায় চা-বাগানের মালিক।[১]
রাজনৈতিক পেশা
[সম্পাদনা]গোহাঁই লোকসভার সংসদ সদস্য হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করেছেন।[২] তিনি ১৯৯৯ সাল থেকে নওগং নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন – ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে পুনরায় নির্বাচিত হয়েছেন।[২] গোহাঁই ১৯৯১ সাল থেকে ভারতীয় জনতা পার্টির সদস্য।[১]
৫ জুলাই ২০১৬ তারিখে; গোহাঁইকে রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ R.C. Rajamani; Portraits of India's Parliamentarians for the New Millennium: Lok Sabha. Gyan Books. 2000. আইএসবিএন ৯৭৮-৮১২১২০৭০২৭. pg 110. উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "RCR" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ ক খ গ "Shri Rajen Gohain"। Government of India। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১২।