রাজসূয় যজ্ঞ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজা যুধিষ্ঠির, মহাভারতের চরিত্র, রাজসূয় বলিদান করেন

রাজসূয় (সম্রাজ্যের বলিদান বা রাজার উদ্বোধনী বলি বা উৎসর্গ) হল বৈদিক ধর্মের শ্রৌত আচার। এটি একজন রাজার পবিত্রতা।[১]

রাজসূয় একজন রাজার পবিত্রকরণের সাথে যুক্ত,[১] এবং এটি রাজার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উপায় হিসাবে নির্ধারিত।[২] এটি আপস্তম্ব শ্রৌত সূত্র ১৮.৮-২৫.২২ সহ তৈত্তিরীয় কর্পাসে বর্ণিত হয়েছে।[১] এর মধ্যে রয়েছে সোম চাপা, রথ চালনা, রাজা তার ধনুক থেকে তীর নিক্ষেপ এবং সংক্ষিপ্ত "গবাদি অভিযান"।[১] সদ্য অভিষিক্ত রাজা তার আত্মীয়ের গবাদি পশু বাজেয়াপ্ত করেন এবং তারপর তার সম্পত্তির অংশ সেই আত্মীয়কে দেন।[৩] শুনাহশেপ নামের একজন বালক, যিনি প্রায় পুত্রহীন রাজা হরিশচন্দ্রের পক্ষে দেবতা বরুণের নিকট বলিদান করেছিলেন।[১] এছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে অধ্যবার্যু  পুরোহিতের সাথে পাশা নিক্ষেপের খেলা যেখানে রাজা গরু জয় করেন, যার মাধ্যমে রাজা সিংহাসনে বসেন এবং মহাজাগতিক পুনর্জন্ম হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Knipe 2015, পৃ. 237।
  2. "Importance of yagna"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৭। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  3. Renou, Louis (১৯৪৭)। Vedic India। Susil Gupta। পৃষ্ঠা 107–108। 

উৎস[সম্পাদনা]

  • Knipe, David M. (২০১৫), Vedic Voices: Intimate Narratives of a Living Andhra Tradition, Oxford: Oxford University Press