রাগিনী (অভিনেত্রী)
রাগিনী | |
---|---|
জন্ম | রাগিনী ২৭ মার্চ ১৯৩৭ তিরুবনন্তপুরম, ত্রাভানকোর (বর্তমান কেরল) |
মৃত্যু | ৩০ ডিসেম্বর ১৯৭৬ | (বয়স ৩৯)
দাম্পত্য সঙ্গী | মাধবান থাম্পি |
সন্তান | লক্ষী প্রিয়া |
পিতা-মাতা | থাঙ্গাপ্পান পিল্লাই সরস্বতী আম্মা |
আত্মীয় | শোভনা (ভাইঝি) আম্বিকা সুকুমারান ভিনীত (ভাতিজা) ক্রিষ্ণা |
পরিবার | লালিতা (বড় বোন) পদ্মীনি (বড় বোন) চন্দ্র (ভাই) |
রাগিনী (২৭ মার্চ ১৯৩৭ - ৩০ ডিসেম্বর ১৯৭৬) একজন ভারতীয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী ছিলেন। তিনি ছিলেন ত্রাভাঙ্কোর বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ; ললিতা, পদ্মিনী ও রাগিনী।[১]
তিনি ১৯৫০ এর দশকের মাঝামাঝি তার বোন পদ্মিনীর সাথে তার অভিনয় জীবন শুরু করেন এবং মালায়ালাম, হিন্দি, তামিল এবং তেলুগু সহ বিভিন্ন ভারতীয় ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মুজরিম (১৯৫৮) ছবিতে শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন। তিনি ত্রিলোক কাপুরের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেছিলেন যিনি ১৯৬২ সালের শিব পার্বতী চলচ্চিত্রে শিবের ভূমিকায় অভিনয় করেছিলেন। হিন্দি চলচ্চিত্রে নাচের যুগ রাগিনী এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের প্রবেশের মাধ্যমে শুরু হয়েছিল বলে মনে করা হয়।[২] রাগিনী ১৯৭৬ সালে স্তন ক্যান্সারে মারা যান। তিনি অনেক নাটকেও অভিনয় করেছেন।[৩]
পরিবার
[সম্পাদনা]মাধবন থামপির সাথে তার বিয়ে হয়েছিল। এই দম্পতির লক্ষ্মী এবং প্রিয়া নামে দুটি কন্যা ছিল।[৩] অভিনেত্রী সুকুমারী ছিলেন তিনজনের মামাতো বোন। মালায়ালাম অভিনেতা শোবানা, অম্বিকা সুকুমারন, ভিনীত এবং কৃষ্ণ তার আত্মীয়। তার স্বামী ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, কিন্তু তার স্ত্রী ক্যান্সারে অসুস্থ হওয়ার পর পুনরায় ফিরে আসেন।
আংশিক চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]এই অনুচ্ছেদটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
হিন্দি ভাষায় নাচের গুরুত্ব জানাতে রাগিনী সহ দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের কৃতিত্ব অপরিসীম।
মালয়ালম
[সম্পাদনা]- প্রসন্ন (১৯৫০)
- চন্দ্রিকা (১৯৫০)
- পোঙ্কাথির (১৯৫৩)
- মিনুন্নাথেল্লাম পোন্নাল্লা (১৯৫৭) নর্তকী হিসেবে
- থাস্করভীরান (১৯৫৭) শোভা হিসেবে
- নাইরু পিদিছা পুলিভালু (১৯৫৮) থাঙ্কাম চরিত্রে
- ক্রিষ্ণা কুচেলা (১৯৬১) রুকুমিনি চরিত্রে
- উমিনি থাঙ্কা (১৯৬১) আনন্দম চরিত্রে
- সবরিমালা আয়য়াপ্পান (১৯৬১) মহিষী চরিত্রে
- উন্নিয়ার্চা (১৯৬১) উন্নিয়ার্চা চরিত্রে
- পুথিয়া আকাসম পুথিয়া ভূমি (১৯৬২) পোনাম্মা চরিত্রে
- পালাত্তু কোমান (১৯৬২) উন্নিয়াম্মা চরিত্রে
- ভেলুথাম্বি দালাওয়া (১৯৬২) জগদাম্বিকা চরিত্রে
- ভিধি থান্না ভিলাক্কু (১৯৬২) ভভনি চরিত্রে
- কালপাডুকাল (১৯৬২)
- ভিয়ারপিন্নিতে ভিলা (১৯৬২) ওমানা চরিত্রে
- ভার্য (১৯৬২) লীলা চরিত্রে
- নিথীয়া কান্নাকা (১৯৬৩) লাথা চরিত্রে
- চিলাম্বোলি (১৯৬৩) চিন্তামনি চরিত্রে
- কলায়ুম কামিনীয়ুম (১৯৬৩) উশা চরিত্রে
- অ্যাটম বোম (১৯৬৪) সুশম্মা চরিত্রে
- আন্না (১৯৬৪) আন্না চরিত্রে
- স্কুল শিক্ষক (১৯৬৪) সরলা চরিত্রে
- মানাভাত্তি (১৯৬৪) সুসি চরিত্রে
- সরস্বতী (১৯৬৭) সরস্বতী চরিত্রে
- আম্মায়েন্না স্ত্রী (১৯৭০) ভাণু চরিত্রে
- সবরিমালা স্রী ধর্মাস্থ (১৯৭০)
- ওথিনেন্থে মাকন (১৯৭০) কুঞ্জি চরিত্রে
- থুরাক্কথা ভাথিল (১৯৭০) সুলেখা চরিত্রে
- আরানাজিকারেনাম (১৯৭০) দীনাম্মা চরিত্রে
- আচান্তে ভার্য (১৯৭১) থাঙ্কাম্মা চরিত্রে
- গঙ্গা সঙ্গমম (১৯৭১) ফিলোমিনা/মিনি চরিত্রে
- মুথাস্সি (১৯৭১) ম্যারি চরিত্রে
- পুমপাত্ত (১৯৭১) সুশীলা চরিত্রে
- পঞ্চবন কাদু (১৯৭১) উন্নিয়াম্মা চরিত্রে
- লঙ্কা দহনাম (১৯৭১) মহেস্বরী চরিত্রে
- এর্নাকুলাম জাঙ্কশন (১৯৭১) মালতী চরিত্রে
- নাদন প্রেমাম (১৯৭২)
- আরোমালুন্নি (১৯৭২) উন্নিযার্চ চরিত্রে
- লক্ষ্মম (১৯৭২) আন্না চরিত্রে
- থোত্তিল্লা (১৯৭২)
- আলিঙ্গনম (১৯৭৬) ভীমালা চরিত্রে
- প্রেম নাজিরিনে কানমানিল্লা (১৯৮৩)
হিন্দি
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৫৬ | নয়া আদমি | ||
১৯৫৭ | কয়েদি | ||
১৯৫৭ | বেটি | ||
১৯৫৭ | পায়েল | ইন্দিরা | |
১৯৫৭ | মিঃ এক্স | রাগিনী | |
১৯৫৮ | সীতামগর | ||
১৯৫৮ | মুজরিম | উমা | |
১৯৫৮ | অমর দীপ | চম্পা | |
১৯৫৯ | অমর শহীদ | ||
১৯৬০ | কল্পনা | আশা | |
১৯৬০ | এ্যাই ফিরসে বাহার | ||
১৯৬২ | শিব পার্বতী | পার্বতী দেবী | |
১৯৬৩ | শিকারী | রিতা | প্রধান ভূমিকা |
১৯৬৩ | কিনারে কিনারে | ভরতনাট্যম নৃত্যশিল্পী | আনক্রেডিটেড |
১৯৬৩ | নাগ রানী | রাজকুমারী অঞ্জনা | |
১৯৬৩ | গেহরা দাগ | নর্তকী/গায়ক | |
১৯৬৩ | ইয়ে দিল কিসকো দু | শেরি | |
১৯৬৪ | আওয়ারা বাদল | আরতি | |
১৯৬৫ | আধি রাত কে বাদ | রাগিনী | |
১৯৭৬ | জয় জগৎ জননী |
তামিল
[সম্পাদনা]- মানথিরি কুমারি (১৯৫০)
- এজহাই পাদুম পাদু (১৯৫০)
- চন্দ্রিকা (১৯৫০)
- ভানাসুন্দারি (১৯৫১)
- সিঙ্গারি (১৯৫১)
- দেভাকি (১৯৫১)
- আন্ধামান কয়েদি (১৯৫২)
- মাপ্পিলাই (১৯৫২)
- পন্নি(১৯৫৩)
- মারুমাগল (১৯৫৩)
- মানিথান (১৯৫৩)
- ভাইরা মালাই (১৯৫৪)
- কল্যানম পান্নিউম ভ্রম্মাচার্জি (১৯৫৪) সাভিথ্রী চরিত্রে
- থূকু থূকি (১৯৫৪) মালিকা চরিত্রে
- কূন্ডুক্কিলি (১৯৫৪)
- মিনাকা (১৯৫৫)
- মাঙ্ঘায়ার থিলাকাম (১৯৫৫) নীলা চরিত্রে
- এল্লাম ইনবা মায়াম (১৯৫৫) ভানু চরিত্রে
- গোমাথিয়ী কাধালান (১৯৫৫)
- কাভেরি (১৯৫৫) কুরাথি চরিত্রে
- কোতেস্বরণ (১৯৫৫) কমলা চরিত্রে
- শিব ভক্ত (১৯৫৫) চিন্তা মনি চরিত্রে
- মাদুরাই ভীরান (১৯৫৬)
- পেন্নিন পেরুমাই (১৯৫৬)
- ভেরুম পেচু আলা (১৯৫৬)
- ভাগ্যবতী (১৯৫৭) সুগুনা চরিত্রে
- মানামগন থেবাই (১৯৫৭)
- কার্পুক্কারাসি (১৯৫৭)
- চক্রবর্তী থিরুমাগল (১৯৫৭)
- মঙ্গলা ভাগ্যম (১৯৫৮)
- নিলাভুক্কু নিরন্জ মানাসু (১৯৫৮)
- উথামা পুথিরান (১৯৫৮) রাজথি চরিত্রে
- পনু ভিলায়ুম ভূমি (১৯৫৯)
- নালা থীরপু (১৯৫৯)
- পন্ডিথেবান (১৯৫৯)
- দেইভামে থুনাই (১৯৫৯)
- কল্যানিক্কু কল্যানাম (১৯৫৯) ভারথাম প্রত্যামাল চরিত্রে
- ভীরপান্ডিয়া কাট্টাভোম্মান (১৯৫৯) সুন্দরাভাদিবু চরিত্রে
- রাজা ডেসিঙ্গু (১৯৬০)
- ইরুমানাম কলান্থল থিরুমানাম (১৯৬০)
- মান্নাধি মান্নান (১৯৬০) নর্তকী হিসেবে
- পার্থিবন কানাভু (১৯৬০) ভাল্লি চরিত্রে
- বাঘদাদ থিরুদান (১৯৬০)
- পুনর জেনমম (১৯৬১) পুষ্পা চরিত্রে
- শ্রি ভাল্লি (১৯৬১) ভাল্লির বন্ধু চরিত্রে
- সেন্থামারাই (১৯৬২)
- রানি সমমুখত (১৯৬২) অমরওয়াথি চরিত্রে
- বিক্রমাদিত্য (১৯৬২)
- কভিথা (১৯৬২)
- এজহাই পঙ্গলান (১৯৬৩)
- পারিসু (১৯৬৩) শান্থি চরিত্রে
- নান ভানাঙ্গুম ধেইভাম (১৯৬৩) কলাইভানি চরিত্রে
- চিতর রানি পদ্মিনী (১৯৬৩)
- আয়ীরাম রৌবাই (১৯৬৪)
- নাভাগ্রাহাম (১৯৭০) আখিলানধাম চরিত্রে
- এথিরকলম (১৯৭০)
- আথি পরসক্থি (১৯৭১)
- রামন থেদিয়া সীথাই (১৯৭২) অভিনেত্রী/নর্তকী চরিত্রে
- পূভে পূছূদা ভা (১৯৮৫) আলামেলু চরিত্রে (শুধুমাত্র চিত্র)
তেলুগু
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৫০ | বেদালা পাতলু | নর্তকী | |
১৯৫৫ | সন্তোষম | নর্তকী | |
১৯৫৬ | চরণ দাসী | নর্তকী | |
১৯৫৭ | ভারুডু কাভালি | নর্তকী | |
১৯৬১ | ট্যাক্সি রামুডু | মোহিনী |
বাংলা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৫৯ | নৃত্যেরি তালে তালে | একমাত্র বাংলা চলচ্চিত্র |
সিংহল
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৫৮ | সুনীতা | কোরিওগ্রাফিও | |
১৯৫৬ | সুরথলী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Pandya, Haresh (২ অক্টোবর ২০০৬)। "Padmini Ramachandran, 74, Actress and Dancer"। The New York Times। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১২।
- ↑ Gulzar; Nihalani, Govind (২০০৮)। Encyclopaedia of Hindi cinema। Encyclopædia Britannica (India) Pvt. Ltd.। আইএসবিএন 9788179910665।
- ↑ ক খ "രാഗിണി:നടനകലയിലെ ലാവണ്യം"। malayalam.webdunia.com।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাগিনী (ইংরেজি)
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- তিরুবনন্তপুরমের অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- ১৯৩৭-এ জন্ম
- ১৯৭৬-এ মৃত্যু
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতে ক্যান্সারে মৃত্যু
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- কেরলের নৃত্যশিল্পী
- ২০শ শতাব্দীর ভারতীয় নৃত্যশিল্পী