বিষয়বস্তুতে চলুন

রাই আহমাদ খান খারাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাই আহমাদ খান খারাল
رائے احمد خاں کھرل
জন্ম১৭৭৬
মৃত্যু২১ সেপ্টেম্বর ১৮৫৭(1857-09-21) (বয়স ৮০–৮১)
গোগেরা, পাঞ্জাব, কোম্পানী ভারত (বর্তমানে পাঞ্জাব, পাকিস্তান)
মৃত্যুর কারণযুদ্ধে নিহত
স্মৃতিস্তম্ভরাই আহমাদ খান খারালের সমাধি
অন্যান্য নামঝামরার নবাব
পরিচিতির কারণমুক্তিযোদ্ধা
পিতা-মাতা
  • রাই নাথু খান খারাল (পিতা)

রাই আহমদ খান খারাল (গুরুমুখী: رائے احمد خان کھرَل; আনু. 1776 - ২১ সেপ্টেম্বর ১৮৫৭),[][] ছিলেন খারাল উপজাতির একজন পাঞ্জাবি মুসলিম রাজপুত প্রধান। তিনি পূর্ব ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে পাঞ্জাবের বার অঞ্চলে ১৯৫৭ সালের সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।[][][] তিনি ঝামরার নবাব নামে ব্যাপক পরিচিত ছিলেন।[][]

জীবনী

[সম্পাদনা]

রাই আহমাদ খান খারাল পাঞ্জাবের সান্দাল বার অঞ্চলের জিবি ঝামরা গ্রামের খারাল রাজপুত বংশে জন্মগ্রহণ করেন।[] জিবি ঝামরা গ্রামটির অবস্থান ছিল তান্ডলিয়ানওয়ালা ফয়সালাবাদ জেলা থেকে ২৩ কিলোমিটার দূরে এবং ফয়সালাবাদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে।

তিনি ঝামরার প্রকৃত শাসক ছিলেন, তার প্রচুর জমি এবং গবাদি পশু ছিল। তিনি সমস্ত খারাল রাজপুতদের পাশাপাশি অন্যান্য উপজাতি যেমন কাথিয়া, ওয়াট্টু, ফাতয়ানা এবং অন্যান্যদের মাঝে সম্মানিত ব্যক্তি ছিলেন। রাই খারালের সমস্ত স্যান্ডেল বারের উপর প্রভাব ছিল।[]

লর্ড বার্কলি বা স্থানীয় ভাষায় "বার্কলে" গোগেরার অতিরিক্ত সহকারী কমিশনার ছিলেন, তিনি এলাকার সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ডাকলেন, রাই আহমেদ খান খারালও সেখানে এসেছিলেন। বার্কলি সমস্ত নেতাদের বিদ্রোহ নিঃশেষ করার জন্য লোকবল এবং ঘোড়া সরবরাহ করার দাবি করেন। এ বিষয়ে রাই আহমেদ খান খারাল তখন বলেন, "খারালরা কারো সঙ্গে স্ত্রী, ঘোড়া ও জমি ভাগাভাগি করে না", এই বলে তিনি চলে যান।[]

স্বাধীনতা যুদ্ধে ভূমিকা (১৮৫৭)

[সম্পাদনা]

৮ই জুলাই, ভারী কর (লাগান) দিতে অস্বীকার করায় ব্রিটিশরা জোয়া উপজাতির বিপুল সংখ্যক পুরুষ, মহিলা এবং শিশুদের গ্রেপ্তার করে।[] রাই খারাল যখন খবরটি পান তখন তিনি গোগেরা জেল ভেঙ্গে সেখানে বন্দী নিরীহ লোকদের উদ্ধার করার পরিকল্পনা করেন। তার ফাতায়ানা, ওয়াট্টু এবং কাঠিয়া বন্ধুদের সহায়তায় রাই আহমেদ ২৬শে জুলাই গোগেরা জেলে আক্রমণ করেন। ব্রিটিশ রেকর্ড অনুযায়ী এদিন, ১৭ জন বন্দী নিহত হয়, ৩৩ জন আহত হয় এবং ১৮ জন পালিয়ে যায়।[][১০] তবে স্থানীয় হিসাবকারী একমত নয় যে ১৪৫ জন বন্দী মারা গিয়েছিল এবং ১০০+ ইআইসি সৈন্যও নিহত হয়েছিল।[১১] ব্রিটিশরা রায় আহমেদকে গ্রেপ্তার করে কিন্তু অন্যান্য উপজাতির চাপের কারণে এবং তার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়।[] রায় আহমেদ খান খারাল এতে থেকে যাননি এবং ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহত রাখেন। রাই আহমেদ খান খারালকে গ্রেপ্তার করার জন্য, বার্কলি ঝামরা নিযুক্ত করেছিলেন কিন্তু ঝামরা রায় খারালকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, যদিও তিনি ২০ জন বেসামরিক নাগরিককে কারারুদ্ধ করেছিলেন এবং প্রচুর পরিমাণে গবাদি পশু নিয়ে যান।[] রায় আহমেদ খান খারাল কাঠিয়া, ওয়াট্টু, ফাতয়ানা ও জোইয়া উপজাতির সহায়তায় ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা অভিযান শুরু করেন। পাঞ্জাব সরকারের রেকর্ড অনুযায়ী বিদ্রোহীদের সংখ্যা ছিল ২০,০০০ থেকে ৩০,০০০ পুরুষ।[১০] জন গুহা-ব্রাউন বই অনুসারে, প্রতিবার এই বিদ্রোহীরা ঘন জঙ্গল এবং ঘাসে আশ্রয় নিত এবং ৩০০০-৫০০০ গেরিলা নিয়ে আক্রমণ করত, অক্রমণের সময় তারা ড্রাম পিটাতো যে শব্দ দিয়ে ইঙ্গিত দেওয়া হত যে তারা আক্রমণ করবে।[১২] লাহোরের সাথে ঝাং-এর সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রায় আহমেদ খান খারাল গোগেরায় চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করেন কিন্তু তথ্যটি কামালিয়ার সরফরাজ খারাল ফাঁস করে দেন, ফলে ব্রিটিশরা আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল এবং বিদ্রোহীরা আক্রমণ করলে তাদের প্রতিহত করেছিল।[]

পরে রাই আহমেদ তার সঙ্গীদের সাথে গাশকোরির জঙ্গলে পালিয়ে যান, ব্রিটিশরা এটি সম্পর্কে খবর পায় এবং তাকে হত্যা করার জন্য ক্যাপ্টেন ব্ল্যাকের নেতৃত্বে একটি বাহিনী পাঠানো হয়। রাই আহমাদ খান খারাল বিকেলে নামাজ পড়া অবস্থায় ব্রিটিশ বাহিনী তাকে হত্যা করে।[][১২] তার অনেক ঘনিষ্ঠ সহচর যেমন বেগেকে খারালের সারাং খান খারালও সেখানে মারা যান।[১২]

রাই আহমেদ খান খারালের একজন বিশ্বস্ত অংশীদার মুরাদ ফাতায়ানা, ৫০ জন ব্রিটিশ ও স্থানীয় সৈন্যের সাথে লর্ড বার্কলিকে হত্যা করে এর প্রতিশোধ নেন এবং রাইয়ের উত্তরাধিকারী হয়ে তিনি স্থানীয় উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন, যদিও ১৮৫৮ সালে তারা পরাজিত হয়।[][১২][১৩][১১]

মৃত্যু

[সম্পাদনা]
ঝামরায় রায় আহমদ খান খারালের সমাধি

রাই আহমেদ খান খারাল ২১ শে সেপ্টেম্বর ক্যাপ্টেন ব্ল্যাকের নেতৃত্বাধীন এক বাহিনী দ্বারা নিহত হন। তিনি তখন বিকেলের নামাজ পড়ছিলেন। তার সহকারী সারঙ্গ খান খারালও তার সাথে মারা যান।[১২][১৩][১১][]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ahmed Khan Kharal and the Raj"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০ 
  2. "Past in Perspective"The Nation (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০ 
  3. "Ahmed Khan Kharal and the Raj"thenews.com.pk। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭ 
  4. "Kharal and Berkley II"DAWN.COM। ২২ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭ 
  5. "Past in Perspective"nation.com.pk। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭ 
  6. "Kharal and Berkley II"। ২২ এপ্রিল ২০১৩। 
  7. Saranga, Turab ul Hasan (২০২০)। Punjab and the War of Independence 1857-1858 from Collaboration to Resistance (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসআইএসবিএন 9780190701840 
  8. Miraj, Muhammad Hassan (২০১৩-০৪-১৫)। "Kharal and Berkley"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  9. General Report on the Administration of the Punjab Territories, from 1856-57 to 1857-58 Inclusive: Together with a Brief Account of the Administration of the Delhi Territory, from the Re-occupation of Delhi Up to May 1858 (ইংরেজি ভাষায়)। Printed at the Chronicle Press, by Mahomed Azeem। ১৮৫৪। 
  10. Punjab (১৯১১)। Government Records: Mutiny records. Correspondence and reports (ইংরেজি ভাষায়)। Punjab Government Press। 
  11. "Tributes to A.D. Aijaz, the oral historian of Kharal's resistance - Newspaper"DAWN.COM। ৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭ 
  12. Cave-Browne, John (১৮৬১)। The Punjab and Delhi in 1857: Being a Narrative of the Measures by which the Punjab was Saved and Delhi Recovered During the Indian Mutiny (ইংরেজি ভাষায়)। William Blackwood and Sons। 
  13. Saeed Ahmed Butt (২০১৫)। "Rai Ahmad Khan Kharral (Myth or Reality)" (পিডিএফ): 173–191। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭