রমিজউদ্দীন আহমদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রমিজউদ্দীন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৫৫ – ১৯৬৫
পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৫৭ – ১৯৫৮
বঙ্গীয় আইন সভার সদস্য
কাজের মেয়াদ
১৯৩৭ – ১৯৪৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯০২
গাজীপুর গ্রাম, দাউদকান্দি, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৯৮৫
রাজনৈতিক দলকৃষক প্রজা পার্টি

রমিজউদ্দীন আহমদ (১৯০২-১৯৮৫) একজন সমাজকর্মী, আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। যিনি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের দ্বিতীয় ও তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন। পাকিস্তানের দ্বিতীয় জাতীয় পরিষদে তিনি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গীয় আইন সভার সদস্যও ছিলেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রমিজউদ্দীন আহমদ ১৯০২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কুমিল্লা জেলার, দাউদকান্দির গাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরবিতে বিএ ও এমএ পাস করে বিএল ডিগ্রি লাভ করেন।[১]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

রমিজউদ্দীন আহমদ কুমিল্লায় ওকালতির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৩৬ সালে এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে যোগদান করেন। ১৯৩৭ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বঙ্গীয় আইন সভার সদস্য ছিলেন তিনি। ১৯৫৬ সালে তিনি পাকিস্তানের দ্বিতীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৫৭ সালে যোগাযোগ মন্ত্রী মনোনীত হয়েছিলেন। তিনি ১৯৬২ সালে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বিরোধীদলে ছিলেন।[১][৩][৪]

মৃত্যু[সম্পাদনা]

রমিজউদ্দীন আহমদ ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আহমদ, রমিজউদ্দীন"বাংলাপিডিয়া। ৫ মে ২০১৪। ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ 
  2. Legislature, Pakistan Constituent Assembly (1947-1954) (১৯৫৬)। Debates. Official Report (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 61। 
  3. "List of Members of the 3rd National Assembly of Pakistan from 1962-1964" (পিডিএফ)। পৃষ্ঠা 2। 
  4. Batabyal, Rakesh (২০০৫)। Communalism in Bengal: From Famine To Noakhali, 1943-47 (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। পৃষ্ঠা 96। আইএসবিএন 978-81-321-0205-2 

বহিঃসংযোগ[সম্পাদনা]