রবিন দে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবিন দে
জন্ম১৮ই মার্চ ১৯২২
মৃত্যু২২ জুলাই ১৯৮০
নাগরিকত্বভারত
মাতৃশিক্ষায়তনস্কটিশ চার্চ কলেজ
পেশাঔপন্যাসিক, অভিনেতা

রবিন দে (১৮ই মার্চ ১৯২২ — ২২শে জুলাই ১৯৮০) আসামের একজন রোমাঞ্চ রহস্যধর্মী ঔপন্যাসিক এবং অভিনেতা ছিলেন। তিনি দস্যু ভাস্কর সিরিজপবন সিরিজ-এর রচয়িতা।[১] দস্যু ভাস্কর সিরিজে ৬২ টি উপন্যাস অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রথম উপন্যাসের শিরোনাম অসমীয়া ভাষায় দস্যু ভাস্কর আবির্ভাব ছিল, যা সত্তর ও আশির দশকে পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।[২] তিনি অসমীয়া সাহিত্যের পাঠকদের কাছে রংমন ছদ্মনামে বেশি পরিচিত। এছাড়া তিনি একজন অভিনেতাও ছিলেন। তাঁর লেখা প্রথম উপন্যাসের নাম কুঁওলীর আঁরে আঁরে (অর্থাৎ:- কুয়াশার আড়ে আড়ে)।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

রবিন দে ১৯২২ সালের ১৮ই মার্চ আসামের শিবসাগর জেলার নাজিরায় এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তিনি নাজিরায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করেন। তিনি ১৯৪৩ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন হন এবং তারপর উচ্চ শিক্ষার জন্য কলকাতা চলে যান ও পড়াশুনার পাশাপাশি "সোভিয়েত দেশ" নামক পত্রিকার অসমীয়া প্রুফ রিডার হিসেবে অসমীয়া সাহিত্যের কাজ চালিয়ে যান। তিনি অসমীয়া সাহিত্যের একজন জনপ্রিয় লেখক হলেও বঙাল খেদা আন্দোলনের সময় জাতিগতভাবে বাঙালি হওয়ার কারণে, অসম ছেড়ে চলে যেতে বাধ্য হন। তিনি ২২শে জুলাই ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।

সাহিত্য কর্ম[সম্পাদনা]

দস্যু ভাস্কর উপন্যাস ছাড়াও রংমন ডাকু, পবন কোঁয়ারপর্বতর রিঙগনি নামে আরও কয়েকটি শিশু উপন্যাস লিখেছেন। তাঁর সামাজিক উপন্যাস নিপতর পাত ধারাবাহিকভাবে অসমীয়া পত্রিকা আমার প্রতিনিধিতে প্রকাশিত হয়েছিল, যদিও সেটি অসম্পূর্ণ থেকে যায়।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

দস্যু ভাস্কর সিরিজ

  1. দস্যু ভাস্করর আবির্ভাব
  2. গুহ মানব ভাস্কর
  3. চক্রভেদী ভাস্কর
  4. বিমান যুদ্ধত ভাস্কর
  5. দস্যু ভাস্কর অন্তর্ধান
  6. দস্যু ভাস্কর আরু অদৃশ্য দানব
  7. অস্থির সীমান্ত আরু দস্যু ভাস্কর
  8. ভাস্করর প্রতিজ্ঞা পুরণ
  9. ক্ষেমাহীন ভাস্কর (নির্দয় ভাস্কর)
  10. বন্ধু ভাস্কর (বন্ধু ভাস্কর)
  11. জুলিবা পরোত ভাস্কর (জুলিবার তীরে ভাস্কর)
  12. ভাস্করর ক্রোধভরী (ভাস্করের ক্রোধ)
  13. নরোঘাটক ভাস্কর (ভাস্কর দ্য কিলার)
  14. দস্যু ভাস্কর আরু মন্ত্রীপতন
  15. দস্যু ভাস্কর আরু মৃত্যুদূত
  16. কমান্ডো নেতা ভাস্কর
  17. দস্যু ভাস্কর আরু রাণী হিন্দুল
  18. ভাস্করর অগ্নিবাণ
  19. যাদুকর ভাস্কর
  20. ভাস্কর আরু লুইট কন্যা
  21. ভাস্করর সমুদ্রবিজয়
  22. ভাস্কর আরু মহাকাল
  23. ভাস্কর আরু কেবিন নং ২২
  24. দস্যু ভাস্কর আরু শিলাজতু
  25. ভাস্কর আরু সর্পসন্ন্যাসী
  26. দস্যু ভাস্কর আরু মিশরকুমারী
  27. দস্যু ভাস্কর আরু রত্নমালা
  28. বহুরূপী ভাস্কর
  29. অগ্নিবর্ণ ভাস্কর
  30. ভাস্কর আরু বিমানদস্যু
  31. ভাস্কর আরু মহারাজ
  32. দস্যু ভাস্কর আরু হিপ্পি
  33. বন্দী ভাস্কর - প্রথম খণ্ড
  34. বন্দী ভাস্কর - দ্বিতীয় খণ্ড
  35. ভাস্কর আরু রাক্ষসী সিনাই
  36. দস্যু ভাস্কর আরু পেদাপট্টি
  37. দস্যু ভাস্কর আরু প্রেতাত্মা
  38. দস্যু ভাস্কর আরু আকাল
  39. ভাস্কর আরু সাগর রজা
  40. ভাস্কর আরু মিনোতি
  41. ভাস্কর আরু অভিনেত্রী
  42. আধিভক্ত ভাস্কর
  43. ভাস্কর আরু চম্পা
  44. ভাস্করর ভেরাকুটি
  45. ভাস্কর আরু কুন্তিলাল
  46. মরমি ভাস্কর
  47. জিয়া জুইত ভাস্কর
  48. ভাস্কর বিহনে চম্পা
  49. ভাস্কর আরু ডাবল এজেন্ট
  50. ভাস্কর আরু ছদ্মবেশী স্মাগলার
  51. ভাস্কর আরু স্ন্যাপড্রাগন
  52. যন্ত্রযুদ্ধত ভাস্কর
  53. দুর্জয় বৈরী ভাস্কর
  54. ভাস্কর আরু যুবরাজ
  55. ভাস্কর আরু নিষাদ
  56. ভাস্কর আরু হেরুয়া সূত্র
  57. ভাস্কর আরু মরুশিয়াল
  58. ভাস্কর আরু রুদ্রপতি
  59. ভাস্কর আরু দুই বদমাশ
  60. ভাস্কর আরু ছদ্মবেশী শয়তান
  61. গিরিরামত ভাস্কর

অন্যান্য উপন্যাস

  • ডাকু - একটি গ্রামে অসমীয়া দুই ছেলে ও ডাকু নামের একটি কুকুরের বন্ধুত্ব সম্পর্কে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Forum boost to Assamese"। Telegraphindia.com। ২৫ জুলাই ২০১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  2. "The Telegraph - Calcutta (Kolkata) | Guwahati | Fictional hero on comeback trail"। Telegraphindia.com। ২২ ডিসেম্বর ২০০৭। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 

আরও দেখুন[সম্পাদনা]