রবিউল ইসলাম (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
রবিউল ইসলাম
উপাচার্য
মুজিবনগর বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ নভেম্বর ২০২৩
পূর্বসূরীঅফিস সৃষ্ট
ব্যক্তিগত বিবরণ
জন্মশৈলকূপা, ঝিনাইদহ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড
ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

রবিউল ইসলাম একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং মেহেরপুরে অবস্থিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্নাতক ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০১০ সালে এমএসসি এবং অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

রবিউল ইসলাম ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।[৫]

অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচিত একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৬]

২০২৩ সালের ১৩ নভেম্বর তিনি মেহেরপুরে অবস্থিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন।[৭]

প্রকাশনা[সম্পাদনা]

দেশ ও বিদেশের জার্নালে তার ২০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া সম্পাদিত গ্রন্থেও তার একাধিক অধ্যায় স্থান পেয়েছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাবি অধ্যাপক রবিউল"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪ 
  2. প্রতিনিধি, মেহেরপুর। "মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রবিউল ইসলাম"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪ 
  3. "মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়"shed.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪ 
  4. "মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রাবি অধ্যাপক রবিউল"আমাদেরসময়.কম। ১৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩ 
  5. "ড. রবিউল ইসলাম-এর জীবনবৃত্তান্ত"রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩ 
  6. "মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক রবিউল ইসলাম"ঢাকা পোস্ট। ১৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩ 
  7. "মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রাবি অধ্যাপক রবিউল"জাগোনিউজ২৪.কম। ১৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩