রবিউল আওয়াল কিরণ খাঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবিউল আওয়াল কিরণ খাঁ
ঢাকা-২৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪০
মজলিশপুর, শিবপুর, নরসিংদী
মৃত্যু২৮ এপ্রিল ১৯৮৬
নরসিংদী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীচাঁদপুর সরকারি কলেজ

রবিউল আওয়াল কিরণ খাঁ (আনু. ১৯৪০ - ২৮ এপ্রিল ১৯৮৬) বাংলাদেশের নরসিংদী জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি তৎকালীন ঢাকা-২৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রবিউল আওয়াল কিরণ খাঁ আনু. ১৯৪০ সালে নরসিংদীর শিবপুরের মজলিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬১ ম্যাট্রিক পাশ করেন। চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রবিউল আওয়াল কিরণ খাঁ চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নকালে রাজনীতি শুরু করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন।

তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তিনি উনসত্তরের গণ-আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়ে কারাগারে যান।

৬ দফা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সময় ভারতে চলে যান এবং আগরতলার বড়মারা মুক্তিযোদ্ধা ক্যাম্পের ইনচার্জ নিযুক্ত হন। পরবর্তীতে তিনি চাঁদপুর মহকুমার বিএলএফ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-২৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মৃত্যু[সম্পাদনা]

রবিউল আওয়াল কিরণ খাঁ ২৮ এপ্রিল ১৯৮৬ সালে নরসিংদীর শিবপুরের খড়কমারা পাহাড়িয়া নদীর ব্রিজের উপর আঁততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০ 
  2. নূরুদ্দীন দরজী (১১ জুলাই ২০২১)। "শিবপুরের কৃতী সন্তান রবিউল আউয়াল খান কিরণ"brahmaputransd.com। ১১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪ 
  3. "স্বাধীন বাংলাদেশে প্রথম আ.লীগের এমপি খুন হয় নরসিংদীতে"দৈনিক ইনকিলাব। ৪ জানুয়ারি ২০১৭। ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০ 
  4. প্রণব কুমার দেবনাথ, নরসিংদী, নিজস্ব প্রতিবেদক, গোলাম মর্তুজা, ঢাকা (৯ মে ২০১৮)। "খুনোখুনির বৃত্তে নরসিংদী"দৈনিক প্রথম আলো। ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০