রঞ্জিত বরপূজারী
রঞ্জিত বরপূজারী | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৪২ |
মৃত্যু | ৪ জুলাই ১৯৬০ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | সরকারি ভাষা আন্দোলনের শহীদ |
রঞ্জিত বরপূজারী (অসমীয়া: ৰঞ্জিত বৰপূজাৰী) হল অসমীয়া ভাষা আন্দোলনের প্ৰথম শহীদ।[১] ১৯৪২ সালে শিবসাগরে জন্ম নেওয়া রঞ্জিত বরপূজারী ভাষা আন্দোলনের সময় কটন কলেজের ছাত্র ছিলেন এবং বর্তমান 'রঞ্জিত বরপূজারী হোস্টেল'-এর বাসিন্দা ছিলেন। ১৯৬০ সালে অসমীয়াকে সরকারি ভাষা হিসাবে প্রবর্তন করার দাবি ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে একটি শক্তিশালী আন্দোলনের দিকে পরিচালিত করে। কটন কলেজও এর ব্যতিক্রম ছিল না। রঞ্জিত বরপূজারী একটি ঘটনায় হোস্টেলের ভিতরে শহীদ হয়েছিলেন যেখানে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালিয়েছিল।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Language movement martyr Ranjit Borpujari's death anniversary observed"। দ্যা ছেণ্টিনেল। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।