মো. সোহরাওয়ার্দী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মো. সোহরাওয়ার্দী
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ ফেব্রুয়ারি ২০১৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-11-05) ৫ নভেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
জীবিকাবিচারক

মো. সোহরাওয়ার্দী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। [১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সোহরাওয়ার্দী ১৯৭০ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন [২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। [২]

কর্মজীবন[সম্পাদনা]

সোহরাওয়ার্দী ১৯৯৪ সালের ১৬ ই অক্টোবর জেলা আদালতের আইনজীবী হয়।[২]

১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।[২]

২০১৪ সালের ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হয়।[২]

২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন।[২] ১৫ সেপ্টেম্বর সোহরাওয়ার্দীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১ - এর বিচারক করা হয় ।[৩]

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক নিযুক্ত হন।[৪] ২০ এপ্রিল বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ সৈয়দ মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ মোসলেম প্রধানকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেন ।[৫]

২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী এবং বিচারপতি তারিক উল হাকিম একটি আদেশ জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নজমুল হুদার গঠিত তৃণমূল বি এন পি - কে নিবন্ধিত করতে বলেন।[৬] ২০১৮ সালের ডিসেম্বরে সোহরাওয়ার্দী এবং বিচারপতি তারিক উল হাকিম বাংলাদেশ নির্বাচন কমিশনকে আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের জন্য আফজাল এইচ খানের প্রার্থিতা গ্রহণ করার নির্দেশ দেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "High Court to resume regular benches from Wednesday"Dhaka Tribune। ২০২০-০৮-১০। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২ 
  2. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। ২০২২-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২ 
  3. "One war tribunal reshuffled, other made dormant"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২ 
  4. jagonews24.com। "President appoints 8 High Court judges"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২ 
  5. Staff Correspondent (২০১৭-১০-১২)। "War crimes court reconstituted"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২ 
  6. Express, The Financial। "High Court orders EC to register Nazmul Huda's Trinamool BNP"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২ 
  7. "Khaleda's Polls Bid: CJ assigns another HC bench to hear her petitions"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২২-০২-১২