বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ সোয়াইব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ সোয়াইব
দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
পূর্বসূরীমোস্তাফিজুর রহমান
উত্তরসূরীমোস্তাফিজুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্মদিনাজপুর জেলা
রাজনৈতিক দলজাতীয় পার্টি

মোহাম্মদ সোয়াইব বা মোহাম্মদ শোয়েব বাংলাদেশের দিনাজপুর জেলার রাজনীতিবিদদিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ সোয়াইব ১৯৪৬ সালে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেন।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং করাচী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৮ সালে তৎকালীন ইপিসিএস ক্যাডার হিসেবে সিভিল সার্ভিসে যোগদান করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদান করে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে সরকারি চাকুরিতে ইস্তফা প্রদান করে রাজনীতির সঙ্গে যুক্ত হন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ সোয়াইব ১৯৮৩ সালে ফুলবাড়ী পৌরসভার প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][] তিনি ৪ জুন, ২০২২ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. দিনাজপুর প্রতিনিধি (১৯ ডিসেম্বর ২০১৮)। "দিনাজপুরের ৬টি আসনে যারা প্রতিদ্বন্দ্বী, যারা জিতেছিলেন"ব্রেকিংনিউজ.কম.বিডি। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০