মোহাম্মদ মুসলিম চৌধুরী
মোহাম্মদ মুসলিম চৌধুরী | |
---|---|
বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৭ জুলাই ২০১৮ | |
পূর্বসূরী | মাসুদ আহমেদ |
সচিব, অর্থ বিভাগ | |
কাজের মেয়াদ ৩ অক্টোবর ২০১৭ – ১৬ জুলাই ২০১৮ | |
পূর্বসূরী | হেদায়েতুল্লাহ আল মামুন |
উত্তরসূরী | আব্দুর রউফ তালুকদার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৯ (বয়স ৬৩–৬৪) চট্টগ্রাম, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
পেশা | সচিব, সরকারি কর্মকর্তা |
মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচিব। বর্তমানে তিনি বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
মুসলিম চৌধুরী ১৯৫৯ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিকম (সম্মান) ও এমকম এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে ডিস্টিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন[সম্পাদনা]
মোহাম্মদ মুসলিম চৌধুরী ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করেন। তিনি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। তিনি অর্থ বিভাগের সাবেক সচিব।[৩]
মুসলিম চৌধুরী বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড (ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের পরিচালক ছিলেন। এছাড়া তিনি আইসিএমএবি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কাউন্সিল সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের আর্থিক খাত সংস্কার ও এর প্রাতিষ্ঠানিকীকরণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরকারি আর্থিক ব্যবস্থাপনা খাতে ই-গভর্ন্যান্স বাস্তবায়নে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘জনপ্রশাসন পদক ২০১৭’ লাভ করেন। তিনি ২০১৮ সালের ১৭ জুলাই বাংলাদেশের দ্বাদশ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে শপথ গ্রহণ করেন।[৪][৫][৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "অর্থ সচিব মুসলিম চৌধুরীকে সিএজি পদে নিয়োগ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "শপথ নিলেন নতুন সিএজি মুসলিম চৌধুরী"। যুগান্তর। ১৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "সিএজি হিসেবে মুসলিম চৌধুরীর শপথ"। বাংলা ট্রিবিউন। ১৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "সিএজি এর জীবনালেখ্য"। বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "শপথ নিলেন নতুন সিএজি মুসলিম চৌধুরী"। রাইজিংবিডি.কম। ১৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "মুসলিম চৌধুরী নতুন সিএজি"। প্রথম আলো। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।