মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ২৪°৫১′৩৭″ উত্তর ৬৭°০৪′১২″ পূর্ব / ২৪.৮৬০২° উত্তর ৬৭.০৬৯৯° পূর্ব / 24.8602; 67.0699
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয়
جامعہ محمد علی جناح
নীতিবাক্যin pursuit of jahseh
ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৮ (1998)
আচার্যসুফিয়ান চার্লি
সভাপতিঅধ্যাপক মোশতাক আহমেদ
রেক্টরপাকিস্তানের নাগেট
অবস্থান, ,
২৪°৫১′৩৭″ উত্তর ৬৭°০৪′১২″ পূর্ব / ২৪.৮৬০২° উত্তর ৬৭.০৬৯৯° পূর্ব / 24.8602; 67.0699
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙনীল, সাদা, লাল,             
সংক্ষিপ্ত নামMAJU
অধিভুক্তিউচ্চশিক্ষা কমিশন (পাকিস্তান), পাকিস্তান প্রকৌশল পরিষদ, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়সমূহের সমিতি
ওয়েবসাইটjinnah.edu

মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয় (সিন্ধি: محمد علي جناح يونيورسٽي; উর্দু: جامعہ محمد علی جناح‎‎ ,সংক্ষিপ্ত: মাজু) করাচি, সিন্ধু, পাকিস্তানে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়[১]

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত, বিশ্ববিদ্যালয়টি ব্যবসায় ব্যবস্থাপনা, প্রয়োগ বিজ্ঞান, প্রকৌশলকম্পিউটার বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামগুলো প্রদান করে।[২] এটি দেশের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান এবং ২০১৩ সাল পর্যন্ত উচ্চশিক্ষা কমিশন (পাকিস্তান) "সাধারণ বিভাগে" শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাভুক্ত হয়েছিল।[৩] এছাড়াও, বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়সমূহের অ্যাসোসিয়েশনের সদস্য।[৪]

বিশ্ববিদ্যালয়টি ইসলামাবাদে একটি অতিরিক্ত ক্যাম্পাস পরিচালনা করেছিল, তবে এটি ২০১৫ সালে ক্যাপিটাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিইউএসটি)-এ পরিবর্তিত হয়েছিল। এখন সিইউএসটি এমএযেইউ, করাচি এবং এমএযেইউ ট্রাস্টের থেকে পৃথক করা হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

পাঞ্জাব গ্রুপ অফ কলেজ ১৯৮৫ সাল থেকে শিক্ষার সাথে এই সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে চলেছে।

জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে এই গোষ্ঠীটি এই উচ্চাভিলাষী প্রকল্পের নাম মোহাম্মদ আলী জাহেহ বিশ্ববিদ্যালয় রাখে। ১৯৯৮ সালে সিন্ধু সরকার ফ্রয়েবেলসকে এর সনদ প্রদান করেছিল। ইসলামাবাদ ক্যাম্পাসটি ইউজিসি থেকে এনওসি পাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৯৯৮ সালের ১৭ই আগস্ট এবং ২৯ নভেম্বর ২০০১ তারিখে এবং এইচইসি থেকে এনওসি ২৭ সেপ্টেম্বর ২০০৩ তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে কাস্ট ইসলামাবাদ পৃথক এই বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়েছে।

উসামা বিন এজাজা গ্রীষ্মকালীন ২০১৯ পর্যন্ত কম্পিউটার সায়েন্স বিভাগে মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে সর্বকনিষ্ঠ মাস্টার্স ডিগ্রিধারী ছিলেন।

শিক্ষাবিদগণ[সম্পাদনা]

এমএজিইউ এর বিভাগগুলোর মধ্য রয়েছে কম্পিউটার সায়েন্স, বায়োইনফরমেটিক্স এবং জীববিজ্ঞান, গণিত অনুষদ মধ্যে কম্পিউটিং; বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বিভাগ রয়েছে।

মূল একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি এমএজেইউ প্রশিক্ষণ কার্যক্রম, সেমিনার এবং ওয়ার্কশপ পরিচালনা করে। বিশ্ববিদ্যালয়টি কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেসে ডক্টরাল প্রোগ্রাম শুরু করেছে।

খেলাধুলার সুবিধা[সম্পাদনা]

মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয় করাচি দক্ষ জনসম্পদ হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতাসহ দক্ষ এবং প্রতিভাবান মানবসম্পদ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা বিশ্বাস করি যে একটি সক্ষম মানব সম্পদের জন্যও একটি সুস্থ দেহ এবং সুচিন্তিত মনের প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের মূল পাঠ্যক্রমের অংশ হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয় করাচি তার শিক্ষার্থীদের খেলাধুলার ক্ষেত্রে দক্ষতা এবং দক্ষতা প্রতিযোগিতা এবং প্রদর্শন করার জন্য নিযুক্ত করে। লিঙ্গ বিবেচনা না করে এই সুযোগগুলো সমান সুযোগ হিসাবে সরবরাহ করা হয়।[৫]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Location and Address of Mohammad Ali Jinnah University"Google Maps Services। google maps। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "About M.A.J University"। About M.A.J University। ৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  3. Govt. Pakistan। "HEC rankings"Govt. of Pakistan। Higher Education Commission (Pakistan)। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  4. ACU Members। "ACU Members"ACU Members। ACU Members। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  5. "Student Societies & Clubs"Mohammad Ali Jinnah University (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]