মোনাকো জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোনাকো
অ্যাসোসিয়েশনমোনাকীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনিফা
প্রধান কোচথিয়েরি পেতিত
সর্বাধিক ম্যাচইয়োহান গারিনো (১৬)
শীর্ষ গোলদাতাঅলিভিয়ে লেখনার (১৪)
মাঠমোনেগেত্তি স্টেডিয়াম
ফিফা কোডMCO
ওয়েবসাইটwww.monacofootballassociation.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (৬ এপ্রিল ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৯৯ বৃদ্ধি ১ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ১৯৩ (২০০১)
সর্বনিম্ন২০২ (২০১৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মোনাকো ২–১ তিব্বত 
(ফ্রাইবুর্গ, জার্মানি; ১৪ জুলাই ২০০১)
বৃহত্তম জয়
 মোনাকো ৩–০ আম্বাজোনিয়া 
(কোস্তেবেল, ফ্রান্স; ২০ নভেম্বর ২০০৬)
বৃহত্তম পরাজয়
 সাপমি ২১–১ মোনাকো 
(ইয়ের, ফ্রান্স; ২৪ নভেম্বর ২০০৬)

মোনাকো জাতীয় ফুটবল দল (ইংরেজি: Monaco national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মোনাকোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল,[৩] যার সকল কার্যক্রম মোনাকোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মোনাকীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এপর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করতে পারেনি। ২০০১ সালের ১৪শে জুলাই তারিখে, মোনাকো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; জার্মানির ফ্রাইবুর্গের অনুষ্ঠিত উক্ত ম্যাচে মোনাকো তিব্বতকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

১,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট মোনেগেত্তি স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মোনাকোতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন থিয়েরি পেতিত

ফিফা এবং উয়েফাের সদস্যপদ না থাকার ফলে মোনাকো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেনি।

ইয়োহান গারিনো, অলিভিয়ে লেখনার, অ্যান্থনি মিনিওনি, মার্ক ভাসায়ো এবং গুই প্লাতোর মতো খেলোয়াড়গণ মোনাকোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মোনাকোর কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মোনাকোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৯৩তম (যা তারা ২০০১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০২। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৭ হ্রাস  মালদ্বীপ ৯০৯
১৯৮ হ্রাস  সেশেলস ৯০৬
১৯৯ বৃদ্ধি  মোনাকো ৯০৩
২০০ হ্রাস  সোমালিয়া ৮৯৯
২০১ হ্রাস  কেইম্যান দ্বীপপুঞ্জ ৮৯৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  3. Staff writer। "Monaco Quits N.F.-Board" (পিডিএফ)। Soccer Business World। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]