মোঃ নাঈমুজ্জামান ভুইয়াঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাঈমুজ্জামান ভুইয়াঁ মুক্তা
পঞ্চগড়-১ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীমজাহারুল হক প্রধান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-05-14) ১৪ মে ১৯৭৩ (বয়স ৫০)
আটোয়ারী, পঞ্চগড় জেলা
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীকাজী মৌসুমি
সম্পর্কফরিদা আখতার হীরা (শাশুড়ী)
পিতামাতা
  • আব্দুল খালেক ভুইয়াঁ (পিতা)
  • নূরজাহান ভুইয়াঁ (মাতা)
পেশারাজনীতিবিদ
ওয়েবসাইটhttps://mukta.info.bd

নাঈমুজ্জামান ভুইয়াঁ মুক্তা (জন্ম: ১৪ মে ১৯৭৩) বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

মুক্তা ১৪ মে ১৯৭৩ সালে আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম আব্দুল খালেক ভুইয়াঁ এবং মায়ের নাম নূরজাহান ভুইয়াঁ, তার স্ত্রীর নাম কাজী মৌসুমি যিনি অবসর প্রাপ্ত একজন সেনা কর্মকতা। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাশ।

রাজনীতি ও কর্মজীবন[সম্পাদনা]

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেপঞ্চগড়-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১,২৪,৭৪২ ভোট পান ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সাদাত ৫৭,২১০ ভোট পান।[২] তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বর্তমানে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪"চ্যানেল টুয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  2. "পঞ্চগড়ে নূরুল ইসলামের টানা চার, নতুন মুখ নাঈমুজ্জামান"প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪