মেহরিন রাহিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেহরিন রাহিল
জন্ম
পেশামডেল, অভিনয়শিল্পী, টেলিভিশন উপস্থাপক
কর্মজীবন২০০৭ - বর্তমান
আত্মীয়সিমি রাহিল (মা)
দানিয়েল রাহিল (ভাই)
ফারয়াল মেহমুদ (ভাবি)

মেহরিন রাহিল ( উর্দু/পাঞ্জাবি: مہرین راحیل ) একজন পাকিস্তানি মডেল, অভিনেত্রী। তিনি পারিবারিক প্রতিষ্ঠান আর-ভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং উপস্থাপিকা যিনি পাকিস্তানি চলচ্চিত্র এবং ধারাবাহিকেও কাজ করেন। [১][২]

তিনি মেরি জাত জাররা-ই-বেনিশান, দস্তান, মাস্তানা মাহি, আশক এবং জিন্দেগি গুলজার হ্যায়-তে প্রধান প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ২০১১ সালে জাওয়াদ আহমাদের ভিরসা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালে তিনি একজন ব্রিটিশ পরিচালক স্টিভেন ডিন মুর পরিচালিত তামান্না চলচ্চিত্রে অভিনয় করেন।[৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মেহরিন রাহিল অভিনেত্রী ও সমাজকর্মী সিমি রাহিলের মেয়ে।[৩] তার ভাই দানিয়াল রাহেলও একজন মডেল-অভিনেতা। তিনি লাহোর গ্রামার স্কুল এবং লাহোর কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে লন্ডনে নৃত্য, নাটক এবং স্ক্রিপ্ট রাইটিংয়ের ডিপ্লোমার জন্য যান।

কর্মজীবন[সম্পাদনা]

৮ বছর বয়সে মেহরিন রাহিল মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি আইসিআই, হেড অ্যান্ড শোল্ডার্স, প্যানটিন, লিপটন, টেলিনর, উফোন, পিটিসিএল এবং সুপার বিস্কুটের বিজ্ঞাপনে অভিনয় করেছেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mehreen Raheel has been blessed with a baby girl! | Pakistan Today"www.pakistantoday.com.pk। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮ 
  2. "Pakistani TV shows are detergents to wash away Indian soap operas"Times of India Blog (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮ 
  3. "Mehreen Raheel"। Urdu Wire.com। সংগ্রহের তারিখ ২০১২-১১-২৭