বিষয়বস্তুতে চলুন

মেরিনা জাহান কবিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রফেসর
মেরিনা জাহান কবিতা
সিরাজগঞ্জ-৬ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ নভেম্বর ২০২১
পূর্বসূরীহাসিবুর রহমান স্বপন
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কচয়ন ইসলাম (ভাই)
আবদুল খালেক (চাচা)
পিতামাতামযহারুল ইসলাম
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

মেরিনা জাহান কবিতা বাংলাদেশের শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য[][]

প্রাথমিক ও পারিবারিক জীবন

[সম্পাদনা]

মেরিনা জাহান কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মযহারুল ইসলামের কন্যা। তার চাচা আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তার ভাই চয়ন ইসলাম তৎকালীন সিরাজগঞ্জ-৭সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

মেরিনা জাহান কবিতা ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মেরিনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ২ সেপ্টেম্বর ২০২১ সালে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে ২ নভেম্বর ২০২১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা ১১০৫৮১, লাঙল ৫৩৫!"দৈনিক কালের কণ্ঠ। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১ 
  2. "শপথ নিলেন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা"এনটিভি। ১১ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১