মুহাম্মদ শাহ
মুহাম্মদ শাহ | |||||
---|---|---|---|---|---|
মুঘল সম্রাট | |||||
১৩তমমুঘল সম্রাট | |||||
রাজত্ব | ২৭ সেপ্টেম্বর ১৭১৯ থেকে ২৬ এপ্রিল ১৭৪৮ | ||||
পূর্বসূরি | রাফি উদ-দৌলত | ||||
উত্তরসূরি | আহমেদ শাহ বাহাদুর | ||||
জন্ম | ১৭ আগস্ট ১৭০২ ফাতেহপুর | ||||
মৃত্যু | ২৬ এপ্রিল ১৭৪৮ ( বয়স ৪৫ ) দিল্লি | ||||
সমাধি | নিজামুদ্ আওলিয়ার সমাধী | ||||
দাম্পত্য সঙ্গী |
| ||||
| |||||
রাজবংশ | মুঘল | ||||
পিতা | খুজিস্তা আখতার জাহান শাহ | ||||
মাতা | ফখর-উন-নিসা বেগম[১] | ||||
ধর্ম | সুন্নি ইসলাম |
মুহাম্মদ শাহ (ফার্সি: ناصرالدین محمد شاه)[২] (১৭০২ – ১৭৪৮) ১৭১৯ খ্রিষ্টাব্দ থেকে ১৭৪৮ খ্রিষ্টাব্দের মধ্যে পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন।[৩] তিনি বাহাদুর শাহ প্রথমের নাতি ছিলেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে সাইদ ভাতৃগণের সাহায্যে সিংহাসনে বসেছিলেন, পরবর্তীকালে তাদের অভ্যুত্থানেই তিনি সিংহাসনচ্যুত হন।[৪]
তার রাজত্বকালে, মুঘল সম্রাজ্য ছোট ছোট কয়েকটি আঞ্চলিক রাজ্যে ভাগ হয়ে গিয়েছিল এবং এদের উপর সম্রাটের তেমন কর্তৃত্বও ছিলনা, প্রতিটি রাজ্য তার নিজস্ব শাসক রাজত্ব করতো, তাই এ সম্রাটের সময়ই সার্বিক ভাবে মুঘল সম্রাটের ক্ষমতার পতন শুরু হয়।
দুর্বল প্রশাসনিক অবস্থার সুবিধা নিয়ে পারস্যের নাদির শাহ এই সময় মুঘল সাম্রাজ্যে আক্রমণ করেন ও কোহিনুর , ময়ূর সিংহাসন প্রভূত জিনিস লুট করে নিয়ে যান।
মৃত্যু
[সম্পাদনা]১৭৪৮ এর ম্যানুপুরের যুদ্ধে প্রভূত ক্ষয় ক্ষতি হয়। তার শোকে সম্রাটের মৃত্যু হয়। তার হিন্দু তৃতীয় স্ত্রী উধাম বাঈ (পরবর্তীতে কুদসিয়া বেগম) এর পুত্র আহমেদ শাহ বাহাদুর মসনদে বসেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Malik, Zahir Uddin (১৯৭৭)। The reign of Muhammad Shah, 1719-1748। London: Asia Pub. House। পৃষ্ঠা 407। আইএসবিএন 9780210405987।
- ↑ "Muhammad Shah"। Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Sen, Sailendra (২০১৩)। Textbook of medieval indian history.। Primus Books। পৃষ্ঠা ১৯৩। আইএসবিএন 93-80607-34-2। ওসিএলসি 822894456।
- ↑ Dhir, Krishna S. (২০২২-০১-০১)। The Wonder That Is Urdu (ইংরেজি ভাষায়)। Motilal Banarsidass। পৃষ্ঠা ১২০। আইএসবিএন 978-81-208-4301-1।
পূর্বসূরী: মুহাম্মদ ইব্রাহিম |
মুঘল সম্রাট ১৭২০ - ১৭৪৮ |
উত্তরসূরী: আহমেদ শাহ বাহাদুর |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |