রাফি উদ-দৌলত (দ্বিতীয় শাহজাহান)
(রাফি উদ-দৌলত থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
দ্বিতীয় শাহজাহান | |
---|---|
মুঘল সম্রাট | |
রাজত্বকাল | ৬ জুন ১৭১৯ থেকে ১৯ সেপ্টেম্বর ১৭১৯ |
পূর্ণ নাম | রফী উদ্দীন মোহাম্মদ রফী উদ-দৌলা শাহজাহান ছানী |
জন্ম | জুন ১৬৯৬ |
মৃত্যু | ১৯সেপ্টেম্বর ১৭১৯ |
মৃত্যুস্থান | বিদ্যাপুর |
সমাধিস্থল | কুতুবউদ্দিন কাকির সমাধী |
পূর্বসূরি | রাফি উল-দারজাত |
উত্তরসূরি | মুহাম্মদ শাহ |
দাম্পত্যসঙ্গী | ১ জন |
পিতা | রাফি উশ-শান |
মাতা | নূরুন্নিসা বেগম |
সন্তানাদি | ২ জন |
ধর্মবিশ্বাস | সুন্নি ইসলাম |
রাফি উদ-দৌলত (رفیع الدولت) শাহ জাহান দ্বিতীয় (شاهجهان ۲) নামেও পরিচিত, ১৭১৯ খ্রিষ্টাব্দে স্বল্প সময়ের জন্য মুঘল সম্রাট ছিলেন। তিনি তার ঐ বছরই অকাল প্রয়াত ভাই রাফি উল-দারজাতের উত্তরসূরী ছিলেন, যিনি সাইদ ভাতৃগণ দ্বারা বাদশাহ বলে আখ্যায়িত হয়েছিলেন। তার ভাইয়ের মতন তিনিও ১৭১৯ খ্রিষ্টাব্দে দিল্লীতে নিহত হন, সাইদ ভাতৃগণের নির্দেশে তাকে সিংহাসন চ্যুত এবং হত্যা করা হয়।
মৃত্যু[সম্পাদনা]
১৭১৯ সালের সেপ্টেম্বরে ২৩ বছর বয়সে ক্ষমতায়নের ৩ মাসের মাথায় যক্ষা আক্রান্ত হয়ে মারা যান । তার সৎচাচা প্রথম জাহান শাহ-এর ১৭ বর্ষীয় পুত্র মুহাম্মদ শাহ মসনদে বসেন।
পূর্বসূরী: রাফি উল-দারজাত |
মুঘল সম্রাট ১৭১৯ |
উত্তরসূরী: নিকুসিয়ার |