মোহাম্মদ মনিরুজ্জামান
মোহাম্মদ মনিরুজ্জামান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩ সেপ্টেম্বর ২০০৮ | (বয়স ৭২)
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, গীতিকার, লেখক, কবি |
ড. মোহাম্মদ মনিরুজ্জামান (জন্ম: ১৫ আগস্ট, ১৯৩৬- মৃত্যু: ৩ সেপ্টেম্বর, ২০০৮) একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলা একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তাঁর আরেক ভাই প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]মনিরুজ্জামান ১৯৩৬ সালের ১৫ই আগস্ট যশোর জেলার খড়কী পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শাহাদত আলী এবং মায়ের নাম রাহেলা খাতুন। ৮ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৫৩ সালে যশোর জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৫৫ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য ১৯৫৮ সালে স্নাতক এবং ১৯৫৯ সালে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৬৯ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে, ব্রিটিশ কাউন্সিল বার্সারী বৃত্তি নিয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন তিনি।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৫৯ সালে মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম ফেলো হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন ও ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭৮-৮১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যলয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[২] ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
উল্লেখযোগ্য গ্রন্থ
[সম্পাদনা]কাব্যগ্রন্থ
[সম্পাদনা]- দুর্লভ দিন, ১৯৬১
- শঙ্কিত আলোকে, ১৯৬৮
- বিপন্ন বিষাদ, ১৯৬৮
- প্রতনু প্রত্যাশা, ১৯৭৩
- ভালবাসার হাতে, ১৯৭৬
- ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার, ১৯৮৪
- তৃতীয় তরঙ্গে, ১৯৮৪
- কোলাহলের পরে, ১৯৯০
- ধীর প্রবাহে, ১৯৯২
- ভাষাময় প্রজাপতি, ১৯৯৭
যশোর কবিতা
[সম্পাদনা]- ইচ্ছেমতী, ১৯৭৬
- অযুত কলি, ১৯৭৬
অনুবাদ
[সম্পাদনা]- এমেলি ডিকিসনের কবিতা, ১৯৭৩
- অশান্ত অশোক, ১৯৭৬
- সঙ্গী বিহঙ্গী, ১৯৮৪
- অনুরণন
গীতিনাট্য
[সম্পাদনা]- কর্ণফুলী, ১৯৬০
- প্রথম মঞ্চায়ন: চট্টগ্রাম, ১৯৬০
নৃত্যনাট্য
[সম্পাদনা]- নবারুণ বাংলাদেশ, ১৯৭২
কিশোর সাহিত্য
[সম্পাদনা]- কবি আলাওল (১৯৬০)
গবেষণা
[সম্পাদনা]- আধুনিক বাংলা সাহিত্য, ১৯৬৫
- আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক, ১৯৭০
- বাংলা কবিতার ছন্দ
- আধুনিক কাহিনীকাব্যে মুসলিম জীবন ও চিত্র, ১৯৬২
- মুহম্মদ শহীদুল্লাহ, ১৯৬৯
- বাংলা সাহিত্যে বাঙালী ব্যক্তিত্ব, ১৯৭৫
- বাংলা সাহিত্যে উচ্চতর গবেষণা, ১৯৭৮
- মোফাজ্জল হায়দার চৌধুরী, ১৯৭৮
- সওগাত, ১৯৮১
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ইতিহাস, ১৯৮১
- আধুনিক বাংলা কবিতা: প্রাসঙ্গিকতা ও পরিপ্রেক্ষিত, ১৯৮৫
- রবীন্দ্রচেতনা, ১৯৮৪
- ভাষা আন্দোলন: শিক্ষায় ভাষা পরিকল্পনা, ১৯৯২
- মধুসূধন, ১৯৯৩
- নজরুল চেতনা, ১৯৯৬
- বাংলা কবিতা: মুক্তিযুদ্ধ বিংশ শতাব্দী ও অন্যান্য
- কবির আলো: সমকালে সর্বকালে
- বাংলাদেশের কবিতা
জনপ্রিয় গান
[সম্পাদনা]মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা কয়েকটি জনপ্রিয় গান :
- আমারও দেশেরও মাটিরও গন্ধে, ভরে আছে সারা মন
- প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে
- ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ
- বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দাম
- হলুদ বাটো মেন্দি বাটো
- কিছু আগেই হলে ক্ষতি কী ছিল
- দুঃখ সুখের দোলায় দোলে ভব নদীর পানি
- হেসে খেলে জীবনটা যদি চলে যায়
- প্রেমের নাম বেদনা
- ঐ দূর দূর দূরান্তে
- অশ্রু দিয়ে লেখা এ গান
- কত যে ধীরে বহে মেঘনা
- ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায়।
- কেহ করে বেচাকেনা[৩]
- তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৭২
- একুশে পদক, ১৯৮৭
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মোহাম্মদ মনিরুজ্জামানের স্ত্রীর নাম রাশিদা জামান। এ দম্পতির একমাত্র মেয়ে রুহিনা হাসমিন জামান করিম।
মৃত্যু
[সম্পাদনা]২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ভীষ্মদেব চৌধুরী (২০১২)। "মনিরুজ্জামান, মোহাম্মদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Islam, Manu (২০০১)। Who's who in Bangladesh 2000 (ইংরেজি ভাষায়)। Centre for Bangladesh Culture। পৃষ্ঠা 114। সংগ্রহের তারিখ নভেম্বর ৩, ২০১৪।
- ↑ চ্যানেল আই অনলাইন ডটকম, ১০ সেপ্টেম্বর ২০১৯
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৩৬-এ জন্ম
- ২০০৮-এ মৃত্যু
- বাংলাদেশী শিক্ষাবিদ
- বাংলাদেশী কবি
- যশোর জেলার ব্যক্তি
- বাঙালি লেখক
- যশোর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী গীতিকার
- বাংলাদেশী পুরুষ কবি
- বাংলাদেশী পুরুষ সঙ্গীতজ্ঞ
- একুশে পদক বিজয়ী
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ২০শ শতাব্দীর পুরুষ সঙ্গীতজ্ঞ