বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ আল-ইদ্রিসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল-ইদ্রিসি
সেউতায় আল-ইদ্রিসির মূর্তি
জন্মআনু. ১১১০
সেউতা, আলমোরাভিদ রাজবংশ
(বর্তমানে স্পেন)
মৃত্যু১১৬৫ (বয়স ৬৪–৬৫)
সেউতা, আলমোহাদ খিলাফত
(বর্তমানে স্পেন)
পরিচিতির কারণতাবুলা রজারিয়ানা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভূগোলবিদ, লেখক, বিজ্ঞানী, মানচিত্রাঙ্কনবিদ্যা

আবু আবদুল্লাহ মুহাম্মাদ আল-ইদ্রিসি আল-কুরতুবী আল-হাসানী আস-সাবিত, বা সাধারণভাবে আল-ইদ্রিসি (/ælɪˈdrs/; আরবি: أبو عبد الله محمد الإدريسي القرطبي الحسني السبتي; লাতিন: Dreses; ১১০০ - ১১৬৫), ছিলেন একজন আরব[][] মুসলিম ভূগোলবিদ, মানচিত্রাঙ্কনকার এবং মিশরতত্ত্ববিদ যিনি কিছু সময়ের জন্য রাজা ২য় রজারের শাসনামলে সিসিলির পালের্মোতে বসবাস করেছিলেন।[] মুহম্মাদ আল-ইদ্রিসি সেউতাতে জন্মগ্রহণ করেন তখন তা আলমোরাভিডদের অন্তর্গত ছিলেন। তিনি তাবুলা রোজেরিয়ানা তৈরি করেছেন, মধ্যযুগীয় বিশ্বের অন্যতম উন্নত মানচিত্র।[] তিনি ১১৫৪ সালে সর্বপ্রথম বিশ্বের মানচিত্র তৈরি করেছিলেন।[]

বিশ্ববিখ্যাত আবিষ্কারক Christopher colombas এবং Vasco da-gama যে মানচিত্র নিয়ে বিশ্ব আবিষ্কারে বেরিয়েছিলেন সেই মানচিত্রটিও আল-ইদ্রিসি এর আঁকা।

তাঁর আরেকটি অন্যতম বৈশিষ্ট ছিলো যে তিনি যত মানচিত্র আঁকতেন সবগুলো মানচিত্র ছিলো উল্টো অর্থ্যাৎ উপরের দিক দক্ষিণ আর নীচের দিক ছিল উত্তর।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আল-ইদ্রিসি উত্তর আফ্রিকা এবং আল-আন্দালুস এর হাম্মুদিদ রাজবংশ থেকে এসেছেন তিনি ইদ্রিসিদ রাজবংশ এর মাধ্যমে মুহাম্মদএর বংশধর।[][] আল-ইদ্রিসি ১১০০ সালে সেউতা শহরে জন্মগ্রহণ করেন। তখন আলমোরাভিদ রাজবংশ এর অধীনে ছিল। তার প্রপিতামহ হাম্মুদিদ রাজবংশ এর মালাগা শহরের পতনের পর গ্রানাডা-এর জিরিদদের জন্য সেখানেই বসবাস করতে বাধ্য হন।[] তার প্রপিতামহ হাম্মুদিদ রাজবংশ এর মালাগা শহরের পতনের পর গ্রানাডা-এর জিরিদদের জন্য সেখানেই বসবাস করতে বাধ্য হন।[] ভ্রমণে ব্যয় করেন এবং মনে হচ্ছে তিনি এই দুটি অঞ্চলের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। তিনি ১৬ বছর বয়সে আনাতোলিয়া সফর করেন। তিনি কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ducène, Jean-Charles (২০১৮-০৩-০১)। "al-Idrīsī, Abū ʿAbdallāh"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 
  2. "Muhammad al-Idrisi | Geographer, Maps, & Biography | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯ 
  3. Ducène, Jean-Charles (২০১৮-০৩-০১)। "al-Idrīsī, Abū ʿAbdallāh"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 
  4. Heiss, Johann; Hovden, Eirik; Gruber, Elisabeth (২০১৬)। Hovden, Eirik; Lutter, Christina; Pohl, Walter, সম্পাদকগণ। Urban Communities in Medieval South Arabia: A Comparative Reflection। Comparative Approaches। Brill। পৃষ্ঠা 148–162। ডিওআই:10.1163/j.ctt1w76w6c.11 
  5. "Al-Idrisi and Representations of the Medieval Muslim World | Encyclopedia.com"www.encyclopedia.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯ 
  6. Jerry Brotton, Daniel Crouch Rare Books and Adam Lowe। "RE-CREATING THE LOST SILVER MAP OF AL-IDRISI – Entertainment for he who longs to travel the world" (পিডিএফ)factumfoundation.org। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৯ 
  7. Pierre Herman Leonard Eggermont (১ জানুয়ারি ১৯৭৫)। Alexander's Campaigns in Sind and Baluchistan and the Siege of the Brahmin Town of Harmatelia। Peeters Publishers। পৃষ্ঠা 7–। আইএসবিএন 978-90-6186-037-2 
  8. Helaine Selin (১৬ এপ্রিল ২০০৮)। Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures। Springer। পৃষ্ঠা 128–। আইএসবিএন 978-1-4020-4559-2 

বহিঃসংযোগ

[সম্পাদনা]