বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ আইয়ুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ আইয়ুব ইবনে মুহাম্মদ ইউসুফ ইবনে সুলায়মান উমর
محمد أيوب بن محمد يوسف
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৫১
মৃত্যু১৬ এপ্রিল ২০১৬(২০১৬-০৪-১৬) (বয়স ৬৫)
ধর্মইসলাম
জাতীয়তাসৌদি আরাবিয়ান
জাতিসত্তাবার্মিজ
আখ্যাসুন্নি (ইসলাম)
যেখানের শিক্ষার্থীমদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
কাজইমাম, ক্বারী, ইসলামী পণ্ডিত

মুহাম্মদ আইয়ুব ইবনে মুহাম্মদ ইউসুফ ইবনে সুলায়মান উমর (আরবী: محمد أيوب بن محمد يوسف بن سليمان عمر) একজন সৌদি আরবের ইমাম, ক্বারী এবং ইসলামী পণ্ডিত ছিলেনন। তিনি সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর ইমাম ছিলেন। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এ পবিত্র কোরআন ও ইসলামি শিক্ষা অনুষদে তাফসির বিভাগের সদস্য এবং পবিত্র কোরআন মুদ্রণের জন্য বাদশাহ ফাহদ কমপ্লেক্সের কমিটির সদস্য ছিলেন।

শৈশবকাল

[সম্পাদনা]

মুহাম্মদ আইয়ুব ১৯৫২ বা ১৯৫৩ এর মধ্যে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেছিলেন []। তাঁর বাবা ছিলেন এক দরিদ্র মানুষ, যার পরিবার বার্মার মুসলমানদের বিরুদ্ধে চালিত অত্যাচার থেকে বাচতে জন্মভূমি বার্মা থেকে পালিয়ে মক্কায় চলে এসেছিল। তাঁর বাবা যখন বার্মায় কারাবন্দী ছিলেন তখন পরিবার চালাতে তার বড়ভাই কাজ করত, তার শৈশব অভিজ্ঞতা সুখকর ছিল না।[]

পড়ালেখা

[সম্পাদনা]

তিনি ১৩৮৫ হিজরিতে (১৯৬৫/৬৬) মক্কায় খলিল ইবনে আবদুর-রহমান-আল-ক্বারি'র অধীনে কুরআন হিফজ সম্পন্ন করেন। ১৩৮৬ হিজরিতে (১৯৬৬/৬৭) প্রাথমিক শিক্ষা শেষ করার পরে তিনি মদিনায় চলে যান, যেখানে তিনি ১৩৯২ হিজরিতে (১৯৭২) একটি ইসলামী স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। []

এরপরে তিনি ১৩৯৬ হিজরিতে (১৯৭৬) স্নাতক ডিগ্রি লাভ করে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শরিয়া বিভাগে। তাফসির এবং `উলুম আল কুরআন (কোরআনের অনুচ্ছেদে ও কুরআনের বিজ্ঞান) বিষয়ে বিশেষত্ব অর্জন করেন, পবিত্র কুরআন ও ইসলামি শিক্ষা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৪০৮ হিজরিতে ( ১৯৮৮) একই অনুষদ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। []

স্কুলে অধ্যয়নের পাশাপাশি তিনি মদীনায় অন্যান্য বহু ইসলামী আলেমের অধীনে তাফসীর ও এর সাথে সম্পর্কিত বিজ্ঞান, চার মাযহাবের ফিকহ, হাদীস ও হাদীস পরিভাষা ও উসুল আল-ফিকহ সহ আরও পড়াশোনা করেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

১৪১০ হিজরি (১৯৯০) তিনি মসজিদে নববী এর ইমাম হিসাবে নিযুক্ত হন []। ১৪১৭হিজরী (১৯৯৭) অবধি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তারপরে তাকে অপসারণ করা হয়। পরে তিনি মসজিদে কূবা এবং অন্যান্য মসজিদে ইমাম হিসাবে কয়েক বছর অতিবাহিত করেছিলেন। তারাবিহ নামাজ পড়ানোর জন্য ২০১৫ (১৪৩৬ হিজরি) -তে তাকে মসজিদে নববী তে ইমাম নিযুক্ত করা হয়েছিল।[]

মৃত্যু

[সম্পাদনা]

তিনি ১৬ এপ্রিল ২০১৬ এ মারা যান। তাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Harun Abu Ayyub (৮ এপ্রিল ২০১০)। "نبذة عن فضيلة الشيخ"। mdayyoub.com। ৫ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১২ 
  2. "A Tribute to Shaykh Muhammad Ayyub – the great Qari of our generation"। abuisaam.com। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  3. "الشيخ محمد أيوب بن محمد يوسف بن سليمان عمر"। hudaelislam.org। ২০ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১২ 
  4. "من الحرم النبوي (Recordings from Al-Masjid an-Nabawi)"। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  5. The death of the Imam of the Prophet's Mosque, Sheikh Mohammad Ayoub enter in April 16, 2016