মাহমুদ উস সামাদ চৌধুরী
মাহমুদ উস সামাদ চৌধুরী | |
---|---|
![]() | |
সিলেট-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ১১ মার্চ ২০২১ | |
পূর্বসূরী | শফি আহমেদ চৌধুরী |
উত্তরসূরী | হাবিবুর রহমান হাবিব |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ৩ জানুয়ারি ১৯৫৫ সিলেট |
মৃত্যু | ১১ মার্চ ২০২১ ইউনাইটেড হাসপাতাল, ঢাকা | (বয়স ৬৬)
মৃত্যুর কারণ | কোভিড-১৯ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | ফারজানা সামাদ চৌধুরী |
সন্তান | ১ ছেলে |
পিতামাতা | দেলোয়ার হোসেন চৌধুরী, আছিয়া খানম চৌধুরী |
পেশা | রাজনীতি ও ব্যবসা |
মাহমুদ উস সামাদ চৌধুরী (৩ জানুয়ারি ১৯৫৫–১১ মার্চ ২০২১) বাংলাদেশের সিলেট জেলার রাজনীতিবিদ যিনি সিলেট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ জানুয়ারি ১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মাতা আছিয়া খানম চৌধুরী।[৩] তার এমবিএ ডিগ্রি ছিল, যা তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছিলেন।[৪] তার স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, এই দম্পতির ১ ছেলে।
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[৫][৬][৭]
তিনি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব ছিলেন। ২০০৯ সালের ২৯ জানুয়ারি তিনি "১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার" প্রসঙ্গটি সংসদে উত্থাপন করেন।
মৃত্যু[সম্পাদনা]
মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "মাহমুদ উস সামাদের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ মার্চ ২০২১। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২১।
- ↑ "Constituency 231_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৪। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ "Mahmud Us Samad Chowdhury -মাহমুদ উস সামাদ চৌধুরী Biography"। Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১১।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।