মালপুর রাজ্য
মালপুর রাজ্য માલપુર | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৪৬৬–১৯৪৩ | |||||||
ডানদিকে অবস্থিত চিত্রাংশে নীল রঙে দর্শিত মালপুর রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ১৯৩১ | ২৫১.২৩ বর্গকিলোমিটার (৯৭.০০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৩১ | ১৩,৫৫২ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৪৬৬ | ||||||
১৯৪৩ | |||||||
|
মালপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] বর্তমানে এটি গুজরাত রাজ্যের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটির রাজধানী ছিল মালপুর শহরে যা রাজ্য গঠনের পর গুজরাতের আরাবল্লী জেলায় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৪৬৬ খ্রিস্টাব্দে মালপুর রাজ্য প্রতিষ্ঠিত হলেও এই রাজ্যটি প্রতিষ্ঠাকালীন ইতিহাস যথেষ্ট অস্পষ্ট এবং স্বল্প তথ্যযুক্ত৷ ইদার রাজ্যের রাও কিরাতসিংজীর পুত্র রাওয়াল বিরাজমল এই রাজ্যে অস্থায়ী উত্তরাধিকার পান৷ তার পরে উত্তরাধিকারী হিসাবে ১৮৮২ খ্রিস্টাব্দের ১২ ই এপ্রিল তারিখে পূর্বতন রাজার পুত্র রাওয়াল দীপসিংজী শিউসিংহী রাজ সিংহাসনে বসেন৷ [তথ্যসূত্র প্রয়োজন]
১৯৪৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বরোদা রাজ্যতে সংযুক্ত হওয়ার জন্য সংযুক্তকরণের বিষয় হিসাবে এটি ঘোষিত দেশীয় রাজ্য হয়ে ওঠে৷ বৃহত্তর এজেন্সি গঠনের লক্ষ্যে পূর্ববর্তী ও পরবর্তী বহু দেশীয় রাজ্যের মতো এটিও বরোদা এজেন্সিতে স্থানান্তরিত হয়৷[২] রাজ্যটির শেষ শাসক রাওয়াল শ্রী গম্ভীরসিংজী হিম্মতসিংজী ১৯২৩ খ্রিস্টাব্দের ২৩শে জুন সিংহাসনে বসেন৷[৩] তিনি আজমিরের স্কট কলেজ, মায়ো কলেজে বিদ্যালাভ করেন৷ ১ মে ১৯৪৯ খ্রিস্টাব্দে বরোদা একীভূতকরণের দলিল স্বাক্ষরিত করে ভারতীয় অধিরাজ্যে যোগদান করলে এই রাজ্যটিও ভারতের বোম্বে রাজ্যের অংশীভূত হয়৷
শাসকবর্গ
[সম্পাদনা]মালপুর দেশীয় রাজ্যের শাসকগণ রাওয়াল উপাধিতে ভূষিত হতেন৷[৩]
- ???? – ১৭৮০ ....
- ১৭৮০–১৭৯৬ ইন্দ্রসিংজী
- ১৭৯৬ জামালসিংজী
- ১৭৯৬–১৮১৬ তখতসিংজী জামালসিংজী
- ১৮১৬ –১৮২২ প্রথম শিউসিংজী
- ১৮২২–১৮৪৩ .... - অধীক্ষক
- ১৮৪৩–১৮.. প্রথম দীপসিংজী
- ১৮৭৫–১৮৮২ দ্বিতীয় শিউসিংজী খুমনসিংজী
- ১২ এপ্রিল ১৮৮২ – ১৯১৪ দ্বিতীয় দীপসিংজী
- ১৯১৪–১৯২৩ যশবন্তসিংজী দীপসিংজী
- ২৩ জুন ১৯২৩ – ১৯৪৭ গম্ভীরসিংজী হিম্মতসিংজী
- ২৩ জুন ১৯২৩ – ১৯৩৫ .... - অধীক্ষক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Imperial Gazetteer of India, v. 17, p. 94.
- ↑ McLeod, John; Sovereignty, power, control: politics in the States of Western India, 1916–1947; Leiden u.a. 1999; আইএসবিএন ৯০-০৪-১১৩৪৩-৬; p. 160
- ↑ ক খ Princely States of India