মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা
![]() মাদ্রাসার লোগো | |
আরবি: مركز فيض القرآن الإسلامي داكا | |
ধরন | কওমি মাদরাসা, হাফেজিয়া মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ২০১৪ |
প্রতিষ্ঠাতা | মুরতাজা হাসান ফয়েজী মাসুম |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
মহাপরিচালক | মুরতাজা হাসান ফয়েজী মাসুম |
শায়খুল হাদিস | মুরতাজা হাসান ফয়েজী মাসুম |
শিক্ষার্থী | ৮৫০ জন |
অবস্থান | ৬৭/১ হরিরামপুর, মিরপুর-১, ঢাকা |
শিক্ষাঙ্গন | শহর |
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা।[১] এটি ঢাকার মিরপুর অঞ্চলের দারুস সালাম থানা থেকে দক্ষিণে হরিরামপুর এলাকায় অবস্থিত। এটি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে উল্লেখযোগ্য বিশ্বমানের কুরআনের হাফেজ ও আলেম তৈরি করার জন্য ২০১৪ সালে গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুরতাজা হাসান ফয়েজী মাসুম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।[২] তিনিই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন।[২] মাদ্রাসাটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত রয়েছে। মাদ্রাসাটি নিয়মিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের শীর্ষস্থানীয় ফলাফল করে থাকে।[৩] মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত বর্তমানে ৮৫০ এর অধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
[সম্পাদনা]- সালেহ আহমদ তাকরীম, বাংলাদেশি হাফেজ, আন্তর্জাতিক কুরআন তেলাওয়াতে পুরস্কার বিজয়ী।[৪]
- হাফেজ ফজলে রাব্বি, মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রতিনিধি।[৫]
- মুয়াজ মাহমুদ, বাংলাদেশী হাফেজ, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৯ এর বাংলাদেশ প্রতিনিধি।[৬]
- আনাস মাহফুজ, বাংলাদেশী হাফেজ, কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-এ অনুষ্ঠিত ১৩ তম আসরের বিজয়ী।
- [৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ QOWMIPEDIA। "মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা"। QOWMIPEDIA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ ক খ আহমদ, সুহাইল। "মারকাযু ফয়জিল কুরআন"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ "বেফাকে মেধার স্বাক্ষর রেখেছে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থীরা"। আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ "আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলো বাংলাদেশের তাকরীম"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ "মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি"। বাংলাধারা (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৯। ২০২২-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ মুহাম্মদ, শরীফ (২০১৯-০৫-০৬)। "কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছে হাফেজ মুয়াজ মাহমুদ"। ইসলাম টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩।
- ↑ ইসলাম ডেস্ক, আজকের পএিকা (নভেম্বর ২২, ২০২৪)। "৭৪ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের আনাস"। www.ajkerpatrika.com। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০২৪।