মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা
প্রতিযোগিতার প্রতীকী লোগো
প্রদানের কারণকুরআন তিলাওয়াত
পৃষ্ঠপোষক
তারিখ১৯৯৩; ৩১ বছর আগে (1993)
দেশমিশর
প্রথম পুরস্কৃত১৯৯৩
ওয়েবসাইটhttps://www.sis.gov.eg/?lang=en-us

মিশর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা হলো একটি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা[১] এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি মিশর সরকার প্রতিবছর হিজরি নববর্ষ অনুসারে আয়োজন করে থাকে।[২] ১৯৯৩ সাল থেকে প্রতিবছর ৬৬টি দেশের সক্রিয় অংশগ্রহনে এই আয়োজনটি নিয়মিতভাবে মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয়ে আসছে।[৩] মিশরের ধর্ম মন্ত্রনালয় উদ্যোগে ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সমঝোতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়ে থাকে।[৪]

আয়োজনের উদ্দেশ্য[সম্পাদনা]

মিশরে আয়োজিত এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ও পুরস্কারের উদ্দেশ্য হল আল্লাহর কুরআন পরিবেশন করা এবং খেদমতি কাজের মাধ্যমে কুরআনের কার্যক্ষমতার সাধারণ স্তরকে উন্নিত করা।[৫]

  1. মিশরের তরুণ প্রজন্মকে তাদের ধর্মের প্রতি অনুপ্রাণিত করা এবং তাদের ইসলামি বিশ্বাস, কাজ ও কর্মকে তাদের লক্ষ্যের প্রতি নিবিষ্ট করানো।
  2. কুরআন মুখস্থ করার ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা এবং মুখস্থ ও তেলাওয়াতের জন্য আরও প্রচেষ্টা এবং সময়কে উতসাহিত করা।
  3. ইসলামি বিশ্বে মিশরকে কুরআন তেলায়াতের আয়োজনে সামনে নিয়ে আসা।
  4. রাষ্ট্রের ইসলামি চেহারা তুলে ধরা, ইসলামি বিশ্বের জনগণের সেবায় এর ভূমিকার উপর জোর দেওয়া, ইসলামি মূল্যবোধের উপর জোর দেওয়া এবং জীবনে এর ভূমিকার গুরুত্ব উপলব্ধি করানো।
  5. কুরআন তেলাওয়াত যেন বৃদ্ধি পায়, কুরআনের প্রতি যেন মানুষের ভালোবাসা ও আবেগ বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা

প্রতিযোগিতার পুরস্কার[সম্পাদনা]

এই কুরআন প্রতিযোগিতার মোট পুরস্কার দেয়া হবে ১০ লাখ ২০ হাজার পাউন্ড।

আন্তর্জাতিক প্রতিযোগিতা[সম্পাদনা]

  • প্রথম বিভাগ: তাফসির ও মাফাহিমসহ সম্পূর্ণ কুরআন মুখস্থ

প্রথম পুরস্কার: ১ লাখ ৮০ হাজার পাউন্ড।

দ্বিতীয় পুরস্কার: ১ লাখ ২০ হাজার পাউন্ড।

তৃতীয় পুরস্কার: ৯০ হাজার পাউন্ড।

  • দ্বিতীয় বিভাগ: সম্পূর্ণ কুরআন মুখস্থ (সুললিত কণ্ঠে তেলাওয়াত)

প্রথম পুরস্কার: ১ লাখ ৫০ হাজার পাউন্ড।

দ্বিতীয় পুরস্কার: ১ লাখ ২০ হাজার পাউন্ড।

তৃতীয় পুরস্কার: ৯০ হাজার পাউন্ড।

  • তৃতীয় বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ (যুবকদের জন্য)

প্রথম পুরস্কার: ১ লাখ ২০ হাজার পাউন্ড।

দ্বিতীয় পুরস্কার: ৮০ হাজার পাউন্ড।

তৃতীয় পুরস্কার: ৭০ হাজার পাউন্ড।

জাতীয় প্রতিযোগিতা[সম্পাদনা]

এই আয়োজনের জাতীয় কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে ১ লাখ ৪৬ হাজার পাউন্ড। অর্থাৎ এই প্রতিযোগিতায় শুধু মিশরের বাসিন্দাগন অংশগ্রহণ করতে পারবে।

  • প্রথম বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ

১ম-১০ম পুরস্কার: ৩ হাজার পাউন্ড।

১১তম-৩০তম পুরস্কার: ২ হাজার পাউন্ড।

৩১তম-৪০তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।

  • দ্বিতীয় বিভাগ: সাড়ে ২২ পারা হেফজ

১ম-১০ম পুরস্কার: ২ হাজার পাউন্ড।

১১-২০তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: ১৫ পারা হেফজ

১ম-১৫তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।

চতুর্থ বিভাগ: সাড়ে ৭ পারা হেফজ

১ম-১৫তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।

প্রতিবন্ধী প্রতিযোগিতা[সম্পাদনা]

আয়োজনের এই ইভেন্টে প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রতিযোগিতা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে ৬৫,৫০০ পাউন্ড।

  • প্রথম বিভাগ: অর্থসহ সম্পূর্ণ কুরআন হেফজ

১ম পুরস্কার: ৪ হাজার পাউন্ড।

২য়-৮ম পুরস্কার: ৩ হাজার পাউন্ড।

৯ম-১৪তম পুরস্কার: ২.৫ হাজার পাউন্ড।

১৫তম-১৮তম পুরস্কার: ২ হাজার পাউন্ড।

১৯তম-২২তম পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: ১৫ পারা কুরআন হেফজ

১ম পুরস্কার: ২ হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: তিন পারা কুরআন হেফজ (২৮, ২৯ এবং ৩০ পারা)

১ম-৩য় পুরস্কার: ১.৫ হাজার পাউন্ড।

৪র্থ-৮ম পুরস্কার: ১ হাজার পাউন্ড।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. iqna.ir (২১ ডিসেম্বর ২০২১)। "Winners of Egypt's 28th Int'l Quran Contest Announced (+Photos)"en (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  2. "মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি"বাংলাধারা (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৯। ২০২২-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  3. iqna.ir (২০ ফেব্রুয়ারি ২০২২)। "মিশরে পঞ্চম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা 'পোর্ট সাইদ'-এর উদ্বোধন"bd (bd ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  4. "Thai Al-Quran Reciter participates in the 21st Universal Glorious Al-Quran Competition in Cairo"กระทรวงการต่างประเทศ (থাই ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  5. "London Central Mosque Trust Ltd. & The Islamic Cultural Centre"iccuk.org। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩