মায়োসোটিস সিলভাটিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'মায়োসোটিস সিলভাটিকা' হলো বোরগিনিসেই পরিবারভুক্ত এক প্রজাতির বন্য ফুল।ইউরোপের স্থানীয় ফরগেট-মি-নট ফুলের এক বিশেষ প্রজাতি[১]

ভুলে যেও না আমায়
ভুলোনা যেও না আমায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Trachephytes
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Asterids
বর্গ: Boraginales
পরিবার: Boraginaceae
গণ: Myosotis
প্রজাতি: M.sylvatica
দ্বিপদী নাম
Myosotis sylvatica
Ehrh.

বর্ণানা[সম্পাদনা]

এটি একটি স্বল্পকালীন লতাপাতাপূর্ণ বহুবর্ষজীবী বা দ্বিবার্ষিক। ১২-৩০ সেন্টিমিটার (৫-১২ইঞ্চি) দীর্ঘ্য। ১৫ সেমি (৬ ইঞ্চি) প্রশস্ত। এর পাতা লোমশ। ফুলগুলো আকাশি নীল।ফল পরিপক্ব, চলচকে,বাদামী

চাষাবাদ[সম্পাদনা]

নাতিশীতোষ্ণ বিশ্বে ব্যাপকভাবে চাষ করা হয়। সাধারণত বীজ বপন করা হয় পরের বছর ফুল ফোটার জন্য । স্বল্প-কালীন হলেও উদ্ভিদ অনুকূল পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বজায় রাখে। গাছপালা শীত জুড়ে পাতার বৃদ্ধি বজায় রাখে।

'এম সিলভাটিকা'থেকে গোলাপী, নীল এবং সাদা বর্ণের বিভিন্ন জাতের উদ্ভব ঘটানো হয়েছে[২]।এর দুই প্রজাতি'ব্লু সিলভা'[৩] এবং'ব্লু বল'[৪] অর্জন করেছেন রয়েল হর্টিকালচারাল সোসাইটি এর গার্ডেন অফ মেরিট অ্যাওয়ার্ড [৫]

অন্যান্য চাষের মধ্যে রয়েছে:

'ব্লু বাস্কেট', গভীর নীল ফুল সহ লম্বা প্রজাতির উদ্ভিদ 'মিউজিক',বড় ফুলের প্রজাতি 'পম্পাদৌর',গোলাকৃতির গোলাপী ফুলের প্রজাতি 'স্নোবল', সাদা ফুল 'আল্ট্রামারিন',খাটো প্রজাতির এবং রং গাঢ় নীল 'ভিক্টোরিয়া রোজ', উজ্জ্বল গোলাপী ফুল

চিত্রশালা[সম্পাদনা]

ব্রিটেনে অবস্হান[সম্পাদনা]

এটি ইংল্যান্ড , ওয়েলস এবং আইল অফ ম্যানে বিস্তৃত যদিও এর উত্তরদিকে খুব কম দেখা যায়। এটি স্কটল্যান্ডের পূর্ব উপকূল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রচুর অংশে পাওয়া যায় , যদিও বেশিরভাগ হাইল্যান্ডস , অরকনি , শিটল্যান্ড এবং আউটার হেব্রাইডে অনুপস্থিত । আয়ারল্যান্ডে এটি বেশিরভাগ উত্তর আয়ারল্যান্ডে পাওয়া যায় , যদিও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কয়েক জায়গায় রয়েছে[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]