আলাপ:মায়োসোটিস সিলভাটিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজি নামের অর্থহীন বঙ্গানুবাদ![সম্পাদনা]

@Areafin tawfiq: সুধী, আপনি একটি জনপ্রিয় নামের বঙ্গানুবাদ করেছেন, যেটা আসলে উচিত নয়। ফরগেট-মি-নট ইংরেজি নাম হলেই এটার আক্ষরিক বঙ্গানুবাদ করা উচিত হবে না। এজন্য আমার পরামর্শ হলো গুগল অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রজাতির কোনো বাংলা নাম পাওয়া গেলে সেটা গ্রহণ করা। উদাহরণস্বরূপ, Sesbania grandiflora ইংরেজিতে vegetable Hummingbird (সবজি হামিংবার্ড!) হয়। কিন্তু মজার ব্যাপার এর বাংলা নাম বকফুল। আবার ইংরেজির pine কিন্তু বাংলাতেও পাইন। কাজেই বাংলা নাম না পাওয়া গেলে ইংরেজি নামই সই! — আদিভাইআলাপ১১:৪১, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তবে আমি শুধু আক্ষরিক অনুবাদ করি নি।এ ফুলের এ নাম ফরগেট মি নট।গাছটাতে পানি দিতে কেউ যেন ভুলে না যায় তাই এ নাম।তাই ভুলে যেওনা আমায় নামটা দেওয়াই ভালো। তাই নয় কি? Areafin tawfiq (আলাপ) ১২:২১, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Areafin tawfiq: এখানে ক্ষমা চাওয়ার কিছু হয়নি, ভাই। আমরা কেউই উইকিপিডিয়ায় ভুল না করে শিখি নি। তবে একটি বিষয় হলো যে, এটি কিন্তু আমাদের ব্যক্তিগত গবেষণা কিংবা নতুন পরিভাষা তৈরির জন্য নয়। যে পরিভাষা পাওয়া যায়, সেটাই ভালো। আবার নিবন্ধের শিরোনাম সংক্রান্ত নীতিমালা অনুযায়ী শিরোনাম সহজে অনুসন্ধানযোগ্য হতে হয়। "ভুলে যেও না আমায়" কিংবা "আমায় ভুলো না" নামকরণ ব্যক্তিগত গবেষণা ধর্মী হিসেবে পরিগণিত করা যায়। ইন্টারনেট অনুসন্ধানে "আমায় ভুলো না" অন্তত পাওয়া যায়, কিন্তু "ভুলো যেও না আমায়" নাম সুদূরপরাহত। তবে সবচেয়ে বেশি অনুসন্ধানযোগ্য হলো "ফরগেট মি নট"। তাছাড়া নিবন্ধের বাংলা নামই দিতে হবে, বাংলা না থাকলে জোর করে আনতে হবে, এই মানসিকতা থাকাটাও ঠিক নয়। ইংরেজি ভাষা তো গণহারে বিদেশি শব্দ আত্তীকরণ করেছে। তাতে কি ইংরেজির স্বকীয়তা কোনো অংশে কমেছে? — আদিভাইআলাপ১৩:০৪, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Areafin tawfiq, কোন বাংলা নাম না থাকায়, অন্য সকল উইকি অনুসরণ করে গাছটির বৈজ্ঞানিক নামটিই নিবন্ধের শিরোনাম হিসেবে রাখা হল। ইংরেজি নাম পরিহার করেছি এই কারণে ইংরেজি নাম বাংলায় যথেষ্ট প্রচলিত কিনা তা নিয়ে সন্দেহ আছে, আমি খুঁজে কিছু পেলাম না। অন্যদিকে স্বয়ং ইংরেজি উইকিতে বৈজ্ঞানিক নামটি রাখা হয়েছে। অনুগ্রহ করে নিবন্ধের উন্নতি করুন/আরেকটু লেখা যোগ করুন (অনুবাদ করে করতে পারেন)। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৭, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]