মাওলানা জিয়াউদ্দিন মাদানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুতুব এ মদিনা
মাওলানা

জিয়াউদ্দিন মাদানী
قطب مدینہ مولانا ضیاء الدین مدنی
উপাধিকুতুব এ মদিনা
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৭৭
মৃত্যু২ অক্টোবর ১৯৮১(1981-10-02) (বয়স ১০৩–১০৪)
সমাধিস্থলআল-বাকী, মদিনা
বর্তমান সৌদি আরব
ধর্মইসলাম
সন্তানসৈয়দ রিদওয়ান আল-মাদানী
আখ্যাসুফি
শিক্ষালয়হানাফি
বংশসিদ্দিকী
তরিকাকাদেরিয়া
মুসলিম নেতা
পদসুফি এবং রহস্যময়

জিয়াউদ্দিন মাদানী (উর্দু: قطب مدینہ مولانا ضیاء الدین مدنی‎‎) একজন সুফি যিনি কুতুব-ই-মদিনা নামেও পরিচিত। জীবনের অধিকাংশ সময় তিনি মদিনায় কাটিয়েছেন। তিনি ১৮৭৭ সালে শিয়ালকোটে জন্মগ্রহণ করেন এবং ১৯৮১ সালের ২ অক্টোবর মারা যান। তাকে আল-বাকীতে দাফন করা হয়।

তিনি ছিলেন একজন ইসলামী পন্ডিত এবং ইমাম আহমদ রেজা খানের শিষ্য।

সংক্ষিপ্ত জীবন[সম্পাদনা]

জিয়াউদ্দিন মাদানী ১৮৭৭ খ্রিস্টাব্দে (১২৯৪ হিজরি) পাকিস্তানের শিয়ালকোট শহরে জন্মগ্রহণ করেন। তিনি শিয়ালকোট ও লাহোর থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি পিলিভীতে (উত্তর প্রদেশ, ভারত) চার বছর অধ্যয়ন করেন এবং আল্লামা মাওলানা ওয়াসি আহমদ মুহাদ্দিস সূরতির তত্ত্বাবধানে তার ইসলামি শিক্ষা লাভ করেন। [১]তিনি করাচী গিয়েছিলেন। কিছুকাল পর গাউসে আজমের দোয়া নিতে ইরাকের বাগদাদে গমন করেন। তিনি ৪ বছর সেখানে ছিলেন এবং তারপর ১৯০০ সালে মদিনায় চলে যান। তিনি প্রায় ৭৭ বছর মদিনায় অবস্থান করেন। তিনি ১৯৮১ সালের [১] ২ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাকে মদিনা জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়েছে।

বায়আত ও খেলাফত[সম্পাদনা]

তিনি বেরেলির ইমাম আহমদ রেজা খানের কাছ থেকে গাউসে আজম শায়খ আব্দুল কাদের জিলানীর সিলসিলা-এ-কাদেরিয়া থেকে আধ্যাত্মিক আনুগত্যের শপথ নেন, যাকে অনেকে চতুর্দশ শতাব্দীর সংস্কারক বলে থাকেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Brief Introduction of Hazrat Allama Ziauddin Madani"www.ziaetaiba.com। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  2. "Biography of Sayyidi Qutb-e-Madinah"www.dawateislami.net