মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ
এমআরএ
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত২৭ আগস্ট ২০০৬; ১৭ বছর আগে (2006-08-27)
ধরনসরকারি
সদরদপ্তর৮, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, বড় মগবাজার, রমনা, ঢাকা–১২১৭
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
আব্দুর রউফ তালুকদার
প্রধান প্রতিষ্ঠান
অর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ)
অনুমোদনআর্থিক প্রতিষ্ঠান বিভাগ
ওয়েবসাইটmra.gov.bd

মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ বাংলাদেশের একটি । দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। ক্ষুদ্রঋণ বিভাগকে পূর্ণ নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনতেই মূলত সংস্থাটির সৃষ্টি।[১]

ইতিহাস[সম্পাদনা]

স্বাধীনতার পর ১৯৭৪ সালে গ্রামীণ সামাজিক সেবা নামক প্রকল্পের আওতায় ক্ষুদ্রঋণ ব্যবস্থা গড়ে উঠে। পরবর্তীতে ১৯৯৬ সালে এসে এ খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণের গুরত্ব দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে ২০০০ সালে এসে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্রঋণ গবেষণা ইউনিট গঠন করে। ২০০৬ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ প্রণয়নের মধ্য দিয়ে গঠিত হয় মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ[২] বর্তমানে প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি বিধিমালা–২০১০,[৩] আমানতকারী নিরাপত্তা তহবিল বিধিমালা, ২০১৪,[৪] ক্ষুদ্রঋণ তথ্য বিধিমালা, ২০২০[৫] অনুযায়ী পরিচালিত হচ্ছে।[১]

পরিচালনা[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি ৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। এছাড়াও একটি নির্বাহী কমিটি, একটি অডিট কমিটি এবং একটি ব্যবস্থাপনা কমিটি দৈনন্দিন কার্যক্রম পরিচলনায় নিয়োজিত রয়েছে।[৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ" (পিডিএফ)mra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি বিধিমালা, ২০১০" (পিডিএফ)mra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "আমানতকারী নিরাপত্তা তহবিল বিধিমালা, ২০১৪" (পিডিএফ)mra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "ক্ষুদ্রঋণ তথ্য বিধিমালা, ২০২০" (পিডিএফ)mra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "পরিচালনা পর্ষদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ"mra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]