মাইকেলবধ কাব্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইকেলবধ কাব্য বিংশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক ও গবেষক সজনীকান্ত দাস কর্তৃক রচিত। এ কাব্যটি প্রথম প্রকাশিত হয়েছিল শনিবারের চিঠি পত্রিকার কবিতা সংখ্যায় ভাদ্র ১৩৪৪ মাসে (১৯৩৭ খ্রি.)। পরে সজনীকান্ত ১৩৫৯ সনে প্রকাশিত তার “ভাব ও ছন্দ” গ্রন্থে এ কাব্য অন্তর্ভুক্ত করেন। “মাইকেলবধ কাব্য” প্রকৃতপ্রস্তাবে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য-র এক ধরনের অনুকরণ। তবে এটি ছন্দপটু সজনীকান্তের একটি নিরীক্ষধর্মী প্রয়াস। আত্মস্মৃতিতে সজনীকান্ত লিখেছেন, “রবীন্দ্রনাথ রচনাটিকে সপ্রশংস আশীর্বাদ জানাইয়াছিলেন।”

পটভূমি[সম্পাদনা]

রচনাশৈলী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]