মাআরিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাআরিফ  
জুলাই ১৯৩৪ সংখ্যার প্রচ্ছদ
বিষয়ইসলাম
ভাষাউর্দু
প্রকাশনা বিবরণ
প্রকাশক

মাআরিফ (উর্দু: معارف‎‎) দারুল মুসান্নিফীন শিবলী একাডেমি থেকে প্রকাশিত একটি মাসিক উর্দু সাহিত্য সাময়িকী। শিবলী নোমানীর শিষ্য সুলাইমান নদভী তার গুরুর চিন্তা-চেতনা অনুযায়ী দারুল মুসান্নিফীন শিবলী একাডেমি থেকে ১৯১৬ সালে এটি প্রকাশ করা শুরু করেন।[১] এক শতাধিক বছরের পথচলায় এটি উর্দুতে উচ্চমানের নিবন্ধ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখেছে। এটি উর্দু সাংবাদিকতায় সংক্ষিপ্ত নোট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিষয়ে দ্বিতীয় নেতার সূচনা করে, যাকে বলা হয় শাজরাত।[২]

বর্ণনা[সম্পাদনা]

সুলাইমান নদভী ১৯১৬ সালের জুলাই মাসে এটি প্রকাশ করেন। এ পত্রিকা প্রকাশের অন্যতম একটি উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আধুনিক ধ্যান-ধারণার আঙ্গিকে ইসলামের ইতিহাস ও ভারতবর্ষের ইতিহাস রচনার গোড়াপত্তন ও প্রচার প্রসার করা। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি ইতিহাস নির্ভর বিভিন্ন প্রবন্ধ লিখে এ পত্রিকায় প্রকাশ করা শুরু করেন। প্রাচ্য-পাশ্চাত্যের ভুল তথ্যনির্ভর বর্ণনার প্রত্যাখ্যান ও প্রতিউত্তরের কাজটিও তিনি এ পত্রিকার মাধ্যমে সম্পাদন করেন। সুলাইমান নদভী ৩০ বছরের চেয়েও বেশি সময় ধরে এ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এ সময়কালে ইতিহাসের বিভিন্ন দিকসমূহের উপর অসংখ্য প্রবন্ধ রচনা করে এতে প্রকাশ করেন। দেশের অন্যান্য লেখকদের গবেষণামূলক ঐতিহাসিক প্রবন্ধাবলীও গুরুত্বের সাথে এতে প্রকাশ করেন। তিনি ইসলামের ইতিহাস ও ভারতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত এত বেশি প্রবন্ধ এতে প্রকাশ করেন, যেগুলো একত্রিত করলে একটি বড় গ্রন্থভাণ্ডারে পরিনত হবে। বিশেষত ইসলামের ইতিহাস ও ইসলামী জ্ঞান-বিজ্ঞান সমৃদ্ধ কোনো বিষয়ই এতে প্রকাশ করা থেকে বাদ দেননি। তিনি ইতিহাস বিষয়ক যে কোনো তথ্যাবলী অত্যন্ত গুরুত্বের সাথে এতে প্রকাশ করেন।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাহারুল ইসলাম, মোহাম্মদ (২০১৭)। উর্দু সাহিত্যে সৈয়দ সুলাইমান নদভীর অবদান (গবেষণাপত্র)। উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৬৭। 
  2. ইমরান, আতিফ (২০২০)। Contribution of Syed Sulaiman Nadvi to Islamic studies [ইসলামি অধ্যয়নে সৈয়দ সুলাইমান নদভীর অবদান] (গবেষণাপত্র)। ভারত: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২১। hdl:10603/346360