মহিমা মাকওয়ানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিমা মাকওয়ানা
২০১৭ সালে মহিমা মাকওয়ানা
জন্ম (1999-08-05) ৫ আগস্ট ১৯৯৯ (বয়স ২৪)
মাতৃশিক্ষায়তনঠাকুর বিজ্ঞান ও বাণিজ্য কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯-বর্তমান
পরিচিতির কারণসপনে সুহানে লাদাকপান কে
রিস্তন কা চক্রব্যূহ
দিল কি বাতেন দিল হি জানে
মারিয়াম খান- রিপোর্টিং লাইভ
শুভরম্ভ

মহিমা মাকওয়ানা (জন্ম: ৫ আগস্ট ১৯৯৯) একজন ভারতীয় অভিনেত্রী। তিনি টেলিভিশন সিরিজ সপনে সুহানে লাদাকপান কে (২০১২-১৫), রিস্তন কা চক্রব্যূহ (২০১৭-১৮), মারিয়াম খান (২০১৮-১৯) এবং শুভরম্ভ (২০১৯-২০) অভিনয়ের জন্য পরিচিত।[১][২]

জীবনী[সম্পাদনা]

মাকওয়ানার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। মাকওয়ানের বাবা ছিলেন একজন নির্মাণ শ্রমিক যিনি পাঁচ মাস বয়সে মারা যান। মাকওয়ানা এবং তার বড় ভাই তার মা, একজন প্রাক্তন সমাজকর্মীর দ্বারা লালিত-পালিত হয়েছেন। মাকওয়ানা মেরি ইম্যাকুলেট গার্লস হাই স্কুল-এ যান এবং সেখান থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন।[৩]

মাকওয়ানা গণমাধ্যমে স্নাতক ডিগ্রি অর্জন করেন[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mahima Makwana: I want to visit Purani Dilli & Karol Bagh in Delhi"Times of India। ১০ আগস্ট ২০১৭। 
  2. "Teen Times"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১২-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  3. "'Sapne Suhane...' Fame Mahima Makwana Used to Stay in a Chawl; Her Rags-to-Riches Story Will Surely Inspire You to Never Give Up!", Daily Bhaskar, ২০১৫-০৬-০১, সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৪ 
  4. "Rishton Ka Chakravyuh actor Mahima Makwana: I don't choose projects, they choose me"Indian Express। ১৭ আগস্ট ২০১৭। 

বহিঃসংযোগ[সম্পাদনা]